ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় আওয়ামী লীগের বিলুপ্ত কমিটি মনোনয়ন পত্র বিক্রি করছে

প্রকাশিত: ০৪:০১, ৮ এপ্রিল ২০১৬

কুমিল্লায় আওয়ামী লীগের বিলুপ্ত কমিটি মনোনয়ন পত্র বিক্রি করছে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ এপ্রিল ॥ মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত দু’টি কমিটি পৃথক পৃথকভাবে ইউপি নির্বাচনে অবৈধভাবে দলীয় ফরম সরবরাহ করছে। দলীয় ফান্ড ও অফিস খরচের নামে তারা প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে নিজেরা ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এ নিয়ে মুরাদনগরে দলের তৃণমূলের নেতাকর্মীরা বিভ্রান্তিতে পড়েছেন। দুই কমিটির নেতারাই নিজেদের বৈধ দাবি করে ফরম বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। এ ব্যপারে তৃণমূল নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন। গত ১৩ ফেব্রুয়ারি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে সহসা ওই জেলার একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ। জেলার মুরাদনগর, দেবীদ্বার, হোমনা, তিতাস ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের একাধিক কমিটি থাকায় সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সিদ্ধান্ত নেয়া হয়, জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর ওই উপজেলাগুলোতে নতুন কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। এই প্রক্রিয়ায় মুরাদনগর উপজেলারও দু’টি কমিটি বাতিল হয়ে যায়। কমিটি বাতিল হলেও দুই কমিটির নেতারাই ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে দলীয় ফরম বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে এবং দলের ফান্ড ও অফিস মেরামত খরচের নামে প্রতিটির ফরমে ৫ হাজার টাকা করে গ্রহণ করছেন। নেতাকর্মীরা অভিযোগ করেন, বিলুপ্ত এ কমিটি তাদের পছন্দের লোকদেরই কেবল ফরম দিচ্ছে। মনোনয়ন প্রত্যাশায় ফরম সংগ্রহকারী দারোরা ইউনিয়নের শাহজাহান এবং জমিরুল ইসলাম চৌধুরী জানান, তারা ৫ হাজার টাকা দিয়েই ফরম সংগ্রহ করেছেন। বাতিল হয়ে যাওয়া কমিটির নেতা সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল তার কমিটি বৈধ বলে দাবি করে বলেন, মনোনয়ন ফরম নেয়ার সময় অফিস মেরামতের জন্য কেউ কেউ স্ব-ইচ্ছায় কিছু কন্ট্রিবিউট করছেন। দলীয় ফান্ডের নামে কারও কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করা হচ্ছে না। এ পর্যন্ত কতটি ফরম সরবরাহ হয়েছে তা জানতে চাইলে তিনি পরে জানাবেন বলে জানান। অপর কমিটির নেতা আবুল কালাম আজাদও তার কমিটিকে বৈধ আখ্যায়িত করে বলেন, আমরা এ পর্যন্ত ১৯০টি ফরম সরবরাহ করেছি। কারও কাছ থেকে টাকা নেয়া হয়নি। ইউনিয়নভিত্তিক আলোচনা করে তৃণমূলের পছন্দের প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হবে।
×