ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

স্বচ্ছতা বাড়াতে আন্তর্জাতিক প্যানেল তৈরি করবে পানামা

মোওস্যাক ফনসেকা ॥ সবচেয়ে বড় বাজার চীন

প্রকাশিত: ০৩:৫৪, ৮ এপ্রিল ২০১৬

মোওস্যাক ফনসেকা ॥ সবচেয়ে বড় বাজার চীন

পানামা পেপার্স কেলেঙ্কারির মূল আইনী পরামর্শক প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকার এক-তৃতীয়াংশ ব্যবসা চীন ও হংকংয়ে। সেটি এশিয়ায় সবচেয়ে বড় বাজার। পানামা পেপার্স কেলেঙ্কারির উদ্ঘাটক ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এ তথ্য জানিয়েছে। এদিকে পানামা তার বিদেশী আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা বাড়াতে একটি আন্তর্জাতিক প্যানেল তৈরি করছে। বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের অর্থ পাচার ও কর ফাঁকির লাখ লাখ তথ্য ফাঁস হওয়ার পর পানামা এই পদক্ষেপ নিচ্ছে। খবর এএফপি ও বিবিসির। আইসিআইজে বলেছে, চীনের কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির (পিএসসি) আটজন বর্তমান বা সাবেক সদস্যের স্বজনেরা ফনসেকার শেল কোম্পানিগুলোর সঙ্গে জড়িত। এই কমিটি চীনের ক্ষমতাসীন দলের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান। ফনসেকার ২৯ শতাংশ শেল প্রতিষ্ঠান আছে হংকং ও চীনে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুই স্বজন ঝাং গাওলি ও লিউ ইয়ানসান ফনসেকার শেল কোম্পানির অংশীদার। ফনসেকার এই শেল কোম্পানিগুলো ব্যবসায়িক লেনদেনের কাজে ব্যবহৃত হয়। ঝাং ও লিউ দুইজনই পিএসসির বর্তমান সদস্য। পিএসসির সাবেক সদস্যরা হলেন, চীনের চতুর্থ সর্বোচ্চ নেতা জিয়া কিংলিন, তিয়েনআনমেন স্কয়ারে অভিযানে নেতৃত্বদানকারী লি পেং, হু ইয়াওব্যাং, সাবেক ভাইস প্রেসিডেন্ট জেং কিংহং ও তিয়ান জিইউয়ান। ফনসেকার ওয়েবসাইটে দেখা গেছে, হংকংসহ চীনের বিভিন্ন এলাকায় তাঁদের আটটি কার্যালয় রয়েছে। আর কোন দেশে তাদের এত কার্যালয় বা শাখা নেই। চীনের বাণিজ্যিক শহর সাংহাই, শেনঝেন, কিংদাও, দালিয়ান, শানদং প্রদেশের জিনান, ঝেজিয়াং প্রদেশের হ্যাংঝাউ, নিংবোতে ফনসেকার কার্যালয় রয়েছে। ফনসেকা এক বিবৃতিতে বলেছে, আইন ও নিয়ম মেনেই তারা চীনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পানামার প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভারেলা বলেন, তার দেশ ওই কেলেঙ্কারিজনিত যে কোন তদন্তে যে কোন সরকারের সঙ্গে সহযোগিতা করবে। বিশ্বের ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের অবৈধ অর্থের পাহাড় গড়তে সহায়তাকারী ওই ল ফার্ম মোওস্যাক ফনসেকা সম্পর্কিত গোপন নথি ফাঁসের পর বিভিন্ন দেশের সরকারও এ বিষয়ে তদন্ত শুরু করেছে। কার্লোস ভারেলা বুধবার এক টেলিভিশন ভাষণে বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পানাম সরকার দেশী ও বিদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বতন্ত্র কমিটি গঠন করবে। এই প্যানেল কাজের পদ্ধতি পরীক্ষা এবং প্রস্তাব উত্থাপন করবে, যা আর্থিক ও আইনী ব্যবস্থায় স্বচ্ছতা জোরদার করার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কার্লোস ভারেলা তার দেশের ভাবমূর্তি রক্ষার সংকল্পও ব্যক্ত করেন। অর্থ পাচার ও অন্যান্য গোপন লেনদেনের আস্তানা হিসেবে কুখ্যাতি মুছে দেয়ার চেষ্টা চালিয়ে দেশটি ভাবমূর্তি উন্নত করছেন তিনি। এদিকে মোওস্যাক ফনসেকা বলেছে, তাদের তথ্য প্রতিষ্ঠানের ভেতর থেকে ফাঁস হয়নি। তারা হ্যাকের শিকার হয়েছে। প্রতিষ্ঠানটির অংশীদার ও প্রতিষ্ঠাতা র‌্যামন ফনসেকা মঙ্গলবার বলেছেন, অফশোর কোম্পানি ব্যবস্থাপনায় খ্যাতনামা মোওস্যাক ফনসেকা কোনও আইন ভঙ্গ করেনি। একমাত্র যে অপরাধটি চিহ্নিত করা গেছে তা হলো ‘হ্যাক’। কেউ এটার কথা বলছে না, অথচ এটাই সত্যি। এদিকে বিদেশে অফশোর কোম্পানি প্রতিষ্ঠা করে কর ফাঁকি দিয়ে ব্যবসা এবং অর্থ পাচার করা কোস্টারিকার নাগরিকদের ব্যাপারে তদন্ত করা হবে। পানামার আইনী প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকার ফাঁস হওয়া গোপন নথিতে কোস্টারিকার এসব নাগরিকের নাম পাওয়া যায়। বুধবার সরকারী কর্মকর্তারা একথা জানান। জন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় ও সরকারী প্রসিকিউটররা যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে। একই সময়ে জন ও অর্থ মন্ত্রণালয় এবং পুলিশ বিভাগের সমন্বয়ে গঠিত একটি বিশেষ কমিশন এ ব্যাপারে তাদের করণীয় বের করতে আগামী সপ্তাহে বৈঠক করবে। এই কেলেঙ্কারির ঘটনায় কোস্টারিকার নাগরিকদেরও নাম আসায় দেশের সরকার করসংক্রান্ত সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় বিভিন্ন আইন পাসে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।
×