ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্যামুয়েলস-ধোনির শাস্তি হচ্ছে!

প্রকাশিত: ০৬:৩৩, ৭ এপ্রিল ২০১৬

স্যামুয়েলস-ধোনির শাস্তি হচ্ছে!

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) কর্তৃক শাস্তির মুখে পড়তে পারেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ফাইনালের জয়ের ‘নায়ক’ মারলন স্যামুয়েলস। ট্রফি জয়ের পর স্যামুয়েলসের আনন্দ প্রকাশে অস্বাভাবিক উদ্ধত এবং তার আগে সেমিতে ক্যারিবীয়দের কাছে হারের পর সংবাদ সম্মেলনে এক অস্ট্রেলীয় সাংবাদিকের সঙ্গে ধোনির ‘নাটকীয়’ ঘটনা দুটি আইসিসি মোটেই ভালভাবে নেয়নি। ইডেন গার্ডেন্সের ফাইনালে ইংল্যান্ডের হয়ে শেষ ওভারে বোলিং করছিলেন বেন স্টোকস, ব্যাটিংয়ে ছিলেন স্যামুয়েলস-সতীর্থ কার্লোস ব্রেথওয়েট, যিনি টানা ৪ ছক্কায় জয় নিশ্চিত করেন। স্যামুয়েলস একাধিকবার স্টোকসের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এ জন্য ইতোমধ্যে তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা হয়েছে। তবে ঘটনার সেখানেই শেষ নয়। খেলা শেষে সংবাদ সম্মেলনে প্যাড পরে টেবিলের ওপর পা তুলে দিয়ে প্রশ্নের উত্তর দেন ৬৬ বলে অপরাজিত ৮৫ রান করে ম্যাচসেরার পুরস্কার পাওয়া স্যামুয়েলস! স্টোকসের ওপর ক্ষোভ ঝেড়ে বলেন ‘আরে ও সবসময় বেশি কথা বলে। কতবার বলেছি, খেলার সময় আমার সঙ্গে কথা বলবে না, তাও আসে। এখন বোঝ, শেষ পর্যন্ত কি হলো! এবার ভাল লাগল তো!!’ অপ্রাসঙ্গিকভাবে টেনে আনেন শেন ওয়ার্নকেও, ‘সকালে ঘুম থেকে ওঠার পর একটা বিষয়ই মাথায় আসছিল। ওয়ার্ন খুব বক বক করে। এই ম্যাচসেরার পুরস্কারটা তাকে উৎসর্গ করছি! আমি মাইক্রোফোনে নয়, ব্যাট হাতে জবাব দেই। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সময়ও সে অযথাই আমাকে আক্রমণ করেছে। হয়ত তার চেহারাটা প্লাস্টিক সার্জারি করা বলে!’ আর সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর সংবাদ সম্মেলনে ‘অভিনব’ ঘটনার জন্ম দেন ধোনি। এক অস্ট্রেলীয় সাংবাদিক ভারত অধিনায়কের কাছে জানতে চান, কবে অবসর নিচ্ছেন? ধোনি তাকে কাছে ডেকে ঘাড়ের ওপর হাত রেখে, উল্টো জিজ্ঞেস করেন, ‘আপনার কি মনে হয় আমি ২০১৯ বিশ্বকপে খেলার মতো ফিট?’ উত্তরে তিনি ‘হ্যাঁ’ সূচক মাথা নাড়লে ধোনি বলেন, ‘তাহলে আপনি নিজেই তো প্রশ্নের উত্তর জানেন!’ আইসিসি পুরো বিষয়টিই খতিয়ে দেখে এ বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। মাঠে খেলোয়াড়দের আচরণ দেখার দায়িত্ব আম্পায়ার ও ম্যাচ রেফারিদের। খেলা শেষ হয়ে যাওয়ার পর মাঠের বাইরে তাদের আচরণ নিয়ে না কি তেমন কিছুই করার নেই ম্যাচ রেফারির। সে ক্ষেত্রে কোন আইনে স্যামুয়েলস বা ধোনিকে শাস্তি দেয়া হবে, সে বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা চলছে। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বিষয়টি নিয়ে কাজ করছেন। এটি ঠিক কোন আইনের আওতাও শাস্তিযোগ্য হবে, সেটাই তার কাজের বিষয়। স্যামুয়েলস-ধোনি যে ভর্ৎসনা পাচ্ছেন, এটা নিশ্চিত।
×