ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে সাংবাদিক তুহিনের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:২৩, ৭ এপ্রিল ২০১৬

হবিগঞ্জে সাংবাদিক তুহিনের বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ

জনকণ্ঠ রিপোর্ট ॥ হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা সাক্ষী ও ভিকটিম সুরক্ষা কমিটির সদস্য দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনের বাসভবনে হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয়, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, নাট্য ও সাংস্কৃতিক কর্মীসহ শত শত বিক্ষুব্ধ নারী-পুরুষ। হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বুধবার দুপুরে শহরের জেলা কালেক্টরেট ভবন সংলগ্ন দুর্জয় স্মৃতি সৌধের সামনে দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের সভাপতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন ও তার পরিবারকে নিরাপত্তা প্রদানসহ সংশ্লিষ্ট ঘটনা উদঘাটনে কালক্ষেপণকারী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ভোর রাত ৩টা ৫০ মিনিটের সময় সাংবাদিক তুহিনের বাসভবনে হামলা ও ভাংচুর চালায়। পাঁচ আসামির জামিন নামঞ্জুর চলন্ত বাসে নারী ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ এপ্রিল ॥ টাঙ্গাইলের মধুপুরে বিনিময় পরিবহনের যাত্রীবাহী চলন্ত বাসে এক নারী গণধর্ষণের ঘটনায় আরও ৫ আসামিকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে এ মামলার অপর ৫ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হামিদুল ইসলাম তাদের জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামি হলো- টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু, সাংগঠনিক সম্পাদক জালু, প্রচার সম্পাদক সেলিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর লতিফ। এ ছাড়া অপর আসামি পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সেলিম এখনও পলাতক রয়েছে। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে উজ্জ্বল কুমার দত্ত নামে চার বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। উজ্জ্বল মোরেলগঞ্জ সদরের কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা অসিম কুমার দত্তের ছেলে। বুধবার দুপুরে ঘর সংলগ্ন বাগানে গিয়ে ডোবায় পড়ে যায়। ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পরে ডোবা থেকে তার মৃতদেহ উদ্বার করা হয়।
×