ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টি২০ অধিনায়ক সরফরাজ

প্রকাশিত: ০৬:১৮, ৬ এপ্রিল ২০১৬

টি২০ অধিনায়ক সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে ভরাডুবির পরই বিষয়টা আঁচ করা যাচ্ছিল। অনুমান সত্যি করে পাকিস্তান ক্রিকেটে ব্যাপক পরিবর্তন আনা হলো। ব্যর্থতার দায় মাথায় নিয়ে নেতৃত্ব ছেড়েছেন বড় তারকা শহীদ আফ্রিদি। পরশু পদত্যাগ করেছেন প্রধান কোচ ওয়াকার ইউনুস। মঙ্গলবার নতুন টি২০ অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কাউকে নিয়োগ দেয়ার আগে অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করবেন গ্রেট ওয়াসিম আকরাম, তাকে সাহায্য করবেন আরেক সাবেক খেলোয়াড় রমিজ রাজা। এই সঙ্গে পুরনো নির্বাচক কমিটিও ভেঙ্গে দিয়েছে পিসিবি। জানুয়ারিতে নিউজিল্যান্ড সফর থেকে শুরু করে এশিয়া কাপ হয়ে বিশ্বকাপÑ নিজেদের শেষ ১১ টি২০’র ৭টিতেই হারে শহীদ আফ্রিদির পাকিস্তান। পাওয়া চার জয়ের একটি দুর্বল আরব আমিরাত ও বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেই বিদায় নেয় পাকিরা। বিশ্বকাপে সেই বাংলাদেশকে হারিয়ে শুরু করলেও সুপার টেনে পরের তিন ম্যাচে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় আফ্রিদির দল। পাকিস্তান জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সঙ্গে সঙ্গেই দেশে না ফিরে দুবাইয়ে অবস্থান করেন আফ্রিদি, কয়েক দিন পর চুপিসারে দেশে ফিরে ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চান এবং নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, সরে না দাঁড়ালে আফ্রিদি-ওয়াকার দু-জনকেই বরখাস্ত হতে হতো। যার অর্থ, পিসিবির সঙ্গে আলোচনার করেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এশিয়া কাপের আগে প্রথমবারের মতো আয়োজিত পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ২৮ বছর বয়সী সরফরাজের নেতৃত্বে ফাইনালে উঠেছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। আফ্রিদি সরে যাওয়ায় এখন ব্যর্থতা কাটিয়ে টি২০ দলকে পুনরুজ্জীবিত করাই সরফরাজের সামনে মূল চ্যালেঞ্জ। ‘সকালেই আমরা সরফরাজের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। সরাসরি আমি তাকে অধিনায়ক হতে পছন্দের কথাটি জানাই। মূলত সবার আগ্রহেই তাকে বেছে নেয়া হয়েছে। নতুন দায়িত্বে ওর প্রতি শুভকামনা রইল।’ বলেন পিসিবি প্রধান শাহরিয়ার খান। টি২০ ফরমেটে অভিজ্ঞ সরফরাজ এ পর্যন্ত ক্লাব টি২০ মিলিয়ে ২৮.০৬ গড়ে ১৩৭৫ রান সংগ্রহ করেছেন। করাচীতে জন্ম নেয়া ডানহাতি ব্যাটসম্যানের আন্তর্জাতিক টি২০তে ২৯.১০ গড়ে মোট রান ২৯১। ২০০৭ থেকে পাকিস্তানের জার্সিতে খেলেছেন ৫৮ ওয়ানডে, ২১ টেস্ট ও ২১ টি২০ ম্যাচ। টি২০তে রয়েছে দুটি হাফসেঞ্চুরি। নিউজিল্যান্ড সফরে এবং এশিয়া কাপে দল ব্যর্থ হলেও আগ্রাসী ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরেন সরফরাজ। ১১ ডিসমিসালে উইকেটের পেছনেও ছিলেন দারুণ তৎপর। উল্লেখ্য, মিসবাহ-উল হক টেস্টে ও আজহার আলি পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে হারুন রশীদের নেতৃত্বাধীন পুরনো নির্বাচক কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। ব্যর্থতার কারণ অনুসন্ধানে পিসিবি একটি কমিটি (ফ্যাক্ট-ফাইন্ডিং) গঠন করে। শাকিল আহমেদের অধীন ওই কমিটিতে অন্যদের সঙ্গে আছেন টেস্ট অধিনায়ক মিসবাহ এবং অভিজ্ঞ ইউনুস খান। সেখানেই সব কিছু ঢেলে সাজানোর সুপারিশ করা হয়। পিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব শীঘ্রই নতুন নির্বাচক কমিটি গঠন করা হবে। কোচ হিসেবে সাবেক তারকা আকিব জাভেদের নাম শোনা গেলেও পিসিবি ভেবে চিন্তে অগ্রসর হতে চায়। সে পর্যন্ত গ্রেট ওয়াসিম আকরামের সঙ্গে রমিজ রাজাকে অন্তর্বর্তী দায়িত্বে (পরামর্শক) দেখা যাবে।
×