ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যবসা প্রসারের এক অনন্য প্রয়াস ॥ ভয়েস অব বিজনেস

প্রকাশিত: ০৬:৩০, ৫ এপ্রিল ২০১৬

ব্যবসা প্রসারের এক অনন্য প্রয়াস ॥ ভয়েস অব বিজনেস

ইসরাত রাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য অনুষদগুলোর তুলনায় বাণিজ্য অনুষদ বর্তমানে বেশ নান্দনিক ও দৃষ্টিনন্দন। কর্পোরেট আবহের বদৌলতে এমন আমুল পরিবর্তন। এই অনুষদের ছাত্রছাত্রীদের মাঝেও এ পরিবর্তনের ছায়া প্রতীয়মান। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তারা পরিবর্তনশীল বিশ্বসম্পর্কে ওয়াকিফহাল। এ কারণে প্রত্যেকেই ক্যারিয়ার ব্যাপারে সচেতন। ভিন্নতার স্বাক্ষর রাখতে সচেষ্ট এবং কর্পোরেট দুনিয়ায় মানিয়ে চলতে অভ্যস্ত। সকলের ভিড়ে এক অন্য বাংলাদেশ। এদের প্রাণ-চঞ্চলতা স্বভাবত আগত অতিথিদের উচ্ছ্বসিত করে। আশাবাদী করে নতুন দেশ গড়ার স্বপ্নে। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বরং এসব ছাত্রছাত্রী দেখে এতটায় আশাবাদী যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো আশাবাদ ব্যক্ত করতেও দ্বিধা করেননি এই অর্থনীতিবিদ। তাঁর এমন উচ্ছ্বাসের কারণ বাণিজ্য অনুষদের সদ্য প্রকাশিত বিজনেস ম্যাগাজিন ভিওবি (ঠঙই) বা ভয়েস অব বিজনেস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের আটটি ডিপার্টমেন্টে অধ্যয়নরত ছাত্রদের একটি প্রয়াস এই ম্যাগাজিন। এই ম্যাগাজিনের মাধ্যমে ছাত্ররা ব্যবসায়িক নেতৃত্ব, শিল্পোদ্যোগ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং ক্যারিয়ার সহ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারে এবং সেই অনুযায়ী নিজেকে তৈরী করে। ২০০৭ সালের মে মাসে এ ম্যাগাজিনের প্রথম সংস্করণ প্রকাশিত হয় এবং এ ধারা অব্যাহত রেখে বাণিজ্য অনুষদের ছাত্ররা বর্তমানে ভিওবি ম্যাগাজিনের সপ্তম সংস্করণ প্রকাশ করে এবং এ উপলক্ষে নিজেদের ফ্যাকাল্টিতে আয়োজন করে বিভিন্ন সেমিনার, ইয়ুথ কার্নিভ্যাল এবং কেইস কম্পিটিশন। চার দিনব্যাপী এ অনুষ্ঠান বাণিজ্য অনুষদের ছাত্রদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্রদের মাঝে চঞ্চলতার সৃষ্টি করে। গত ২৮ মার্চ বাণিজ্য অনুষদের সেমিনার হলে উন্মোচিত হয় ভয়েস অব বিজনেসের সপ্তম সংস্করণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, অধ্যাপক ড. শিবলী রুবায়েত ইসলাম এবং অমেরা পেট্রোলিয়ামের সিইও ইসতিয়াক আহমেদ। ড. দেবপ্রিয় ছাত্রদের এমন উদ্যোগ ও প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ একটি নবীন রাষ্ট্র। আমাদের জনশক্তি হলো অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই দেশের এমন তরুণরাই হলো দেশের মূল সম্পদ। আমরা যদি এমন তরুণদের কাজে লাগিয়ে ডিগ্রীর পাশাপাশি তাদের মানসিকতার উৎকর্ষতার ব্যাপারে মনোযোগী হই তবে, ভবিষ্যতে উন্নত রাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করব। অধ্যাপক ড. শিবলী ছাত্রদের আন্তর্জাতিক পর্যায়ের মান অর্জনের পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ব্যবসায়ী উদ্যোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আগত অতিথিরা নিজেদের ব্যবসায়িক জীবনের বিভিন্ন সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিন ব্যবসায়িক অঙ্গনে নারীর নেতৃত্ব নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বর্তমান সময়ের বেশ ক’জন সফল এবং প্রেরণাদায়ী নারী এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ভিওবি (ঠঙই) উন্মোচনের তৃতীয় দিন অনুষ্ঠিত হয় ইয়ুথ কার্নিভ্যালি বা যুব উৎসব। বাংলাদেশের বিভিন্ন যুব সংগঠন এ উৎসবে অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদের নিজেদের কর্মকা- সম্পর্কে অবহিত করেন। ভয়েস অব বিজনেস (ঠঙই) বাংলাদেশের ছাত্র কর্তৃক প্রকাশিত অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাগাজিন। প্রতিবছর এ ম্যাগাজিন বিভিন্ন শিল্পোদ্যোক্তাদের ব্যবসায় সম্পর্কে বিভিন্ন পরামর্শ ও চিন্তা প্রকাশের মাধ্যমে ব্যবসায়িক পরিম-লকে সমৃদ্ধ করছে।
×