ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরদের স্মরণ

প্রকাশিত: ০৪:২০, ৫ এপ্রিল ২০১৬

প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীরদের স্মরণ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় প্রথম মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সুবেদার জয়নাল আবেদীনসহ বীর শহীদদের স্মরণে সোমবার বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। নগরীর নিরালা এলাকার শের-ই-বাংলা রোডের পার্শ্ববর্তী সরকারী এমএম সিটি কলেজ হোস্টেল মাঠে এই কর্মসূচী আয়োজন করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সংগঠন ‘লোকচেতনা’। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ জয়নাল আবেদীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মহফিল, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা। লোকচেতনা’র সমন্বয়ক শেখ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মিজানুর রহমান মিজান এমপি, খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ, কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, সরকারী এমএম সিটি কলেজের অধ্যক্ষ ইমান আলী, মুক্তিযুদ্ধা শেখ ইউনুস আলী ও শহীদ সুবেদার জয়নুল আবেদীনের দুই পুত্র শেখ বদরুদ্দোজা মানিক এবং শেখ মোঃ শামসুদ্দোহা। নেত্রকোনায় উপজেলা ও ইউপি চেয়ারম্যান অবাঞ্ছিত নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৪ এপ্রিল ॥ যুবলীগকর্মী কাউছার হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে খালিয়াজুরি উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান শোয়েব (শোয়েব সিদ্দিকী) ও তার বড় ভাই সদ্য বিজয়ী ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোশেফকে (আ’লীগের বিদ্রোহী প্রার্থী) অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার দুপুরে খালিয়াজুরি উপজেলা পরিষদ চত্বরের সামনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সমাবেশে কাউছার হত্যার ঘটনায় পুলিশের দায়ের মামলা প্রত্যাহার করে তার পরিবারের দায়ের করা মামলা রেকর্ড, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সদর ইউনিয়নে পুনরায় ভোটগ্রহণের দাবিতে সাত দিনের কর্মসূচীসহ আল্টিমেটাম ঘোষণা করা হয়। পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে মামলা মাদারীপুরে ঢাবি ছাত্র নিহত নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ এপ্রিল ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধা নিহত হওয়ার ঘটনায় পুলিশসহ ৮ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পিতা বাচ্চু মৃধা। মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার মামলা দায়ের করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে ডিবির এএসআই এনামুল হক ম-লকে। এছাড়াও অন্য আসামিরা হলেনÑ ডিবি সদস্য মাসুদ রানা, হারুন অর রশিদ, মোঃ আশিক এবং স্থানীয় ইয়াকুব আলি ফকির, আইয়ুব আলি ফকির, মনি মাতুব্বর ও রাসেল মুন্সি। মামলার বিবরণে জানা গেছে, গত ৩১ মার্চ মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ বিরাঙ্গল নুরানী মাদ্রাসা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে নিহত সুজনের দাদা মোতালেব মৃধাকে প্রথমে সর্বোচ্চ ভোট প্রাপ্ত মেম্বার হিসেবে ঘোষণা করা হলেও পরে পুলিশের এএসআই এনামুল হক মণ্ডলসহ পুলিশ সদস্যরা অর্থের বিনিময়ে ইয়াকুব ফকির নামে এক ব্যক্তিকে মেম্বার হিসেবে বিজয়ী ঘোষণা করে।
×