ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

নেত্রকোনার ৬ রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

প্রকাশিত: ০৬:২৪, ১৭ মার্চ ২০১৬

নেত্রকোনার ৬ রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকার ছয় রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যাসহ মোট ৭টি অভিযোগ আনা হয়েছে। বুধবারই এ প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের ১১তম সাক্ষী মোঃ আব্দুস সোবহান সরদার জবানবন্দিতে বলেছেন, রাজাকার সাখাওয়াত আশুরা খাতুনের সম্ভ্রম নষ্ট করেছে। পরবর্তী সাক্ষীর জন্য রবিবার দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছেন। নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকার ছয় রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যাসহ মোট ৭টি অভিযোগ আনা হয়েছে। বুধবার তদন্ত সংস্থার ধানম-ির কার্যালয়ে সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। ছয় রাজাকার হলেন শেখ মোঃ আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা (৬৬), মোঃ আব্দুল খালেক তালুকদার (৬৭), মোঃ কবির খান (৭০), আব্দুর রহমান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)। এদের মধ্যে ২০১৫ সালের ১২ আগস্ট গ্রেফতার করা হয় আব্দুর রহমানকে। বাকি পাঁচজন পলাতক রয়েছেন। এ ছাড়া এই মামলায় আহম্মদ আলীকে (৭৮) গ্রেফতারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ জন্য তাকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন হান্নান খান। ছয় আসামির বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার সাতটি অভিযোগ আনা হয়েছে। আব্দুল হান্নান খান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ৮ জন নিরীহ মানুষকে অপহরণের পর হত্যা, তিনটি বাড়ির মালামাল লুট, আটটি ঘরে অগ্নিসংযোগ ও একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে। তিনি বলেন, বুধবারের মধ্যেই এ প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হবে। যশোরের ৯ রাজাকার ॥ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের ১১তম সাক্ষী মোঃ আব্দুস সোবহান সরদার জবানবন্দীতে বলেছেন, রাজাকার সাখাওয়াত আশুরা খাতুনকে সম্ভ্রম নষ্ট করেছে। পরবর্তী সাক্ষীর জন্য রবিবার দিন নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউটশন পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জিয়াদ আল মালুম, প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন। আর আসামি পক্ষে ছিলেন সাত্তার পালোয়ান ও আব্দুস শুকুর।
×