ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বুধবার ইডেনে প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

সব প্রতিপক্ষই বাংলাদেশ ভীতিতে!

প্রকাশিত: ০৫:৪৩, ১৫ মার্চ ২০১৬

সব প্রতিপক্ষই বাংলাদেশ ভীতিতে!

মিথুন আশরাফ, ভারত থেকে ॥ টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে গত বুধবার খেলা শুরু করেছিল বাংলাদেশ। এবার ‘সুপার টেনে’র মিশনও কাল বুধবারেই শুরু করবে বাংলাদেশ। বাছাইপর্ব শেষ। এখন বাংলাদেশ খেলবে ‘সুপার টেনে’। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ‘সুপার টেনে’র লড়াই শুরু হবে বাংলাদেশের। সেই ম্যাচটিও বাংলাদেশ খেলবে আজ বাদে কাল বুধবারই। ‘সুপার টেনে’ যত ভাল খেলা যায়, সেই চিন্তাই করছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কিন্তু বাংলাদেশকে নিয়ে প্রতিপক্ষ দলগুলো কী ভাবছে? সবার ভাবনাতেই আসলে বাংলাদেশ। বলতে গেলে, বাংলাদেশ ভীতিতে কাঁপছে সবাই। যে দল বাংলাদেশের কাছে হারবে, তাদেরই যে বিদায় ঘণ্টা সবার আগে বেজে যাওয়ার সম্ভাবনা আছে। শুরুতেই কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ। এরপর এক এক করে ব্যাঙ্গালুরুতে ২১ মার্চ অস্ট্রেলিয়া ও ২৩ মার্চ ভারতের মুখোমুখি হবে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা। নিউজিল্যান্ডের সঙ্গে ২৬ মার্চ ইডেন গার্ডেনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে দুটি ম্যাচ জিততে পারলেই সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। আর যদি তিনটি ম্যাচ জিতে, তাহলে কথাই নেই। সেমিফাইনালে খেলা নিশ্চিত হবে। তবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড প্রতিপক্ষ থাকায় বাংলাদেশ সেমিফাইনাল খেলে ফেলবে, সেই স্বপ্ন সবাই দেখছে এমনটি নিশ্চিত করে বলা যাবে না। সম্প্রতি টি২০ ক্রিকেটে বাংলাদেশ অনেক ভাল খেলছে। বাছাইপর্বও অতিক্রম করেছে। এর আগে এশিয়া কাপ টি২০ ক্রিকেটের ফাইনালে খেলেছে। টি২০ বিশ্বকাপে খেলতে নামার আগে আত্মবিশ্বাস ভালভাবেই পুঁজি করেছে বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশ যতটানা ‘সুপার টেনে’র ম্যাচগুলো নিয়ে চিন্তিত, তারচেয়েও দ্বিগুণ চিন্তিত বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো। এর কারণ একটাই। যদিও বাংলাদেশকে এখন হারানো কঠিন। তারপরও সেমিফাইনালে ওঠার যে চেষ্টা করবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ড, সেখানে কোন হোঁচট খেলে চলবে না। সেই হোঁচটটি বাংলাদেশের কাছে যে কোন দল খেতে পারে। বাংলাদেশ কোন দলের সঙ্গে জেতা মানেই হচ্ছে, সেই দলের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়া। আর তাই বাংলাদেশকে নিয়েই গ্রুপের চার দলকে ভাবতে হচ্ছে। পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস তো সরাসরিই বাংলাদেশ ভীতির বিষয়টি ইঙ্গিত করেছেন। ভারতের সঙ্গে ম্যাচটির দিকে সবার দৃষ্টি থাকলেও, পাক কোচের দৃষ্টি বাংলাদেশ ম্যাচের দিকেই। বলেছেন, ‘১৯ মার্চ ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। কিন্তু আমরা ম্যাচ-বাই-ম্যাচ চিন্তা করছি। ভারতের সঙ্গে ম্যাচের আগে আমাদের প্রথমে খেলতে হবে বাংলাদেশের সঙ্গে। আমরা এখন সেই ম্যাচটা উতরে যাওয়ার চিন্তা করছি। বাংলাদেশ বর্তমানে বেশ উন্নত দল। যে কোন দলের জন্যই এখন কঠিন হয়ে পড়েছে।’ বোঝাই যাচ্ছে, বাংলাদেশকে নিয়ে ভীত সন্ত্রস্ত ওয়াকার! পাকিস্তানের সঙ্গে ‘সুপার টেনে’ প্রথম ম্যাচ খেলার পর ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ খেলবে বাংলাদেশ। যেটি বাংলাদেশেরও দ্বিতীয় ম্যাচ হবে। অস্ট্রেলিয়ারও। বাংলাদেশের সঙ্গে ম্যাচটি সামনে তুলে আনতেই অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যান বলে দিয়েছেন, ‘টি২০ খেলা এমন, দিনটিতে যারা ভাল খেলে; তারাই জিতে। যে কোন দলই জিততে পারে। আর এ মুহূর্তে তো সব দলই সমান শক্তির।’ যেমন বাংলাদেশের সঙ্গে ম্যাচে জিতে যাব, এমন নিশ্চয়তা কেউ দিতে পারছে না; তখন ধরেই নিতে হবে বাংলাদেশও প্রতিপক্ষ দলের কাতারেই আছে। আবার অস্ট্রেলিয়া খেলবে উপমহাদেশের উইকেটে, ভারতের মাটিতে। যেখানে বাংলাদেশের ভাল খেলার কথাই। স্পিনে অস্ট্রেলিয়া দুর্বল। সেই স্পিনেই আবার বাংলাদেশ শক্তিশালী। এখন তো পেস আক্রমণও বাংলাদেশের অনেক শক্তিশালী হয়ে উঠেছে। আর তাই বাংলাদেশকে ভয় না পেয়ে প্রতিপক্ষ দলগুলোর কোন উপায়ও নেই। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ খেলবে ভারতের সঙ্গে। যে দলটি হচ্ছে স্বাগতিক দল। টি২০তে এক নম্বর দলও। এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশকে হারিয়েছে ভারত। তবে এশিয়া কাপ টি২০তে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে যে হারিয়ে দিয়েছে বাংলাদেশ, সেটি নিয়েই ভাবনায় পড়তে হচ্ছে ভারতকেও। ভারত ক্রিকেট দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী যেমন আগেই বলে দিয়েছেন, ‘আমি বাংলাদেশের ক্রিকেটের উন্নতিটা দেখেছি। আমি ১৯৯০-এর দশক থেকে বাংলাদেশে যাই। আর তাদের ক্রিকেট অঙ্গন যেভাবে উন্নতি করেছে, বাংলাদেশ যেভাবে একটা শক্তিশালী দল হিসেবে দাঁড়িয়েছে, তা দেখে আমি খুবই খুশি হয়েছি। গত বছর বাংলাদেশ যেভাবে ওয়ানডে ক্রিকেট খেলেছে, তাতে কোন দলেরই তাদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। প্রতিটা দলই তাদের সম্মান করে।’ প্রতি দলই বাংলাদেশকে নিয়ে যে চাপে আছে তা বোঝাই যাচ্ছে। নিউজিল্যান্ডও কী এর বাইরে যেতে পারে। ‘সুপার টেনে’ গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড। যে দলটি এর আগে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সিরিজেও হেরেছে। এবার যেহেতু ভারতের মাটিতে খেলা, উপমহাদেশের কন্ডিশন; তাই বাংলাদেশকে সমীহ করতে হবে নিউজিল্যান্ডেরও। বাছাইপর্ব উতরে ‘সুপার টেনে’ যেই বাংলাদেশ খেলা নিশ্চিত করে নিয়েছে, প্রতিপক্ষ দলগুলো কাঁপছে। সেই কম্পন শুধু এজন্য নয় যে, বাংলাদেশের সঙ্গে হেরে যেতে পারে। যদি হেরে যায় বিদায়ও ঘটতে পারে। সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেস্তে যেতে পারে। এজন্যও বাংলাদেশ ভীতিতে কাঁপছে সবাই!
×