ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রেলের জায়গায় বহুতল ভবন নির্মাণ

প্রকাশিত: ০৩:৪৭, ১৪ মার্চ ২০১৬

রেলের জায়গায় বহুতল ভবন নির্মাণ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর শহরের রেলের জায়গা অবৈধভাবে দখল করে আবারও বহুতল ভবন নির্মাণে মেতে উঠেছে একাধিক প্রভাবশালী মহল। দ্রুত এসব বহুতল ভবন নির্মাণের কাজ এগিয়ে চললেও রেল কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করছে বলে শনিবার এমন অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। অথচ এর আগে একাধিকবার রেল কর্তৃপক্ষ অবৈধ উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাগুলো উদ্ধার করেছিল। সেই জায়গাগুলো আবারো একে একে অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। অভিযোগ মতে, সৈয়দপুর পৌরসভার নেই কোন নির্দিষ্ট পৌর মার্কেট, নেই প্রয়োজনীয় নগর পরিকল্পনা, এখানে পরিকল্পনাহীন, নকশাবিহীন সৈয়দপুর শহরের ভিআইপি সড়কগুলোর ধারে রেলের জায়গায় একের পর এক গড়ে উঠছে প্রভাবশালীদের বহুতল ভবন। এসব বিল্ডিং নির্মাণ হচ্ছে খুবই দ্রুত। ৪০/৫০ দিনে তৈরি হচ্ছে ৪তলা থেকে ৫তলা ভবন। মনে হচ্ছে তারা বিল্ডিং নির্মাণে যুদ্ধ ঘোষণা করেছে। একটি বিল্ডিং নির্মাণের নিয়ম অনুযায়ী একটি ছাদ ঢালাইয়ের পর ২৮ দিন পর্যন্ত অপেক্ষা করার পর সেখান থেকে সাটারিং খোলা হয়। কিন্তু এখানে ২৮/৩০ দিনেই বহুতল পর্যন্ত ছাদ ঢালাইয়ের কাজ শেষ করা হচ্ছে। এ ব্যাপারে সৈয়দপুর ১১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন সৈয়দপুর শহরের রেলের জায়গা অবৈধ দখল করে বহুতল ভবন নির্মাণে প্রভাবশালী চক্র মাঠে নেমেছে। তারা গোপনে বিল্ডিং নির্মাণকারীদের সহযোগিতা করে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। আর রেল হারাতে বসেছে তাদের জমি। যুবলীগের এক নেতা বললেন, শহরের বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসেনের মতো মানুষ কিভাবে সাহস পায় রেলের জায়গা দখল করে বহুতল ভবন নির্র্মাণে। তার পেছনে কারা আছে। এ ছাড়া সৈয়দপুর শহরের বহু রেলের জায়গায় নিয়ম বহির্ভূত রাস্তার উপরে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে।
×