ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় বাসচাপায় দুই যুবক নিহত

প্রকাশিত: ০৩:৪৪, ১৪ মার্চ ২০১৬

গাইবান্ধায় বাসচাপায় দুই যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ মার্চ ॥ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মাজার এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে শনিবার রাতে বাসচাপায় কাজল মিয়া (২৫) ও যদু মিয়া (২৬) নামে দুই যুবক নিহত এবং অপর চারজন আহত হয়েছেন। ঢাকাগামী শ্যামলী পরিবহনের নৈশ কোচ একটি নছিমন গাড়িকে চাপা দিলে ওই দুর্ঘটনা ঘটে। নসিমন গাড়ির যাত্রী নিহত কাজল মিয়া বগুড়ার কাহালু উপজেলার খিয়ার ঘগই গ্রামের বাবর আলী এবং যদু মিয়া ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। বরিশালে তিনজন স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর দক্ষিণ মাহিলাড়া এলাকায় শনিবার রাতে মুসল্লিবাহী নসিমনের সাথে ট্রাকের সংঘর্ষে বেলায়েত হোসেন (৫৫) নামের মসজিদের ইমাম নিহত ও দশজন আহত হয়েছেন। নিহত বেলায়েত হোসেন আগৈলঝাড়ার বাশাইল কাজী বাড়ি জামে মসজিদের ইমাম। মুসল্লিবাহী নসিমনটি স্বরূপকাঠীর নেছারবাদের ছারছীনা পীরের মাহফিল থেকে আগৈলঝাড়ার উদ্দেশ্যে ফিরছিলেন। একইদিন সন্ধ্যায় বানারীপাড়ার শিমুলতলা এলাকায় মাহেন্দ্র উল্টে আব্দুল জব্বার (৭০) নামের এক মুসল্লি নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত জব্বার ছারছীনা দরবার শরীফের মুরিদ। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবো এলাকার মৃত তমিজ উদ্দিনের পুত্র। অপরদিকে নগরীর রূপাতলী এলাকায় যাত্রীবাহী ইজিবাইকের চাপায় নুর কোম্পানির বিক্রয় প্রতিনিধি জুয়েল মাহমুদ (২২) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যায়। সে নলছিটির দপদপিয়া এলাকার চরকয়া গ্রামের সুলতান হাওলাদারের পুত্র।
×