ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চলন্ত ট্রাকে বিদ্যুত স্পৃষ্ট হয়ে পুড়ে কয়লা হলো শ্রমিক

প্রকাশিত: ০৫:৫৩, ১৩ মার্চ ২০১৬

চলন্ত ট্রাকে বিদ্যুত স্পৃষ্ট হয়ে পুড়ে কয়লা হলো শ্রমিক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর তানোরের গ্রামে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে চলন্ত খড়বোঝাই ট্রাকেই পুড়ে কয়লা হয়ে গেছেন এক শ্রমিক। নিহত শ্রমিকের নাম কানু (২৭)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাতমা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি ওই ট্রাকের শ্রমিক ছিলেন। কানুকে বাঁচাতে গিয়ে তার ছোটভাই আল আমিন (২৪) বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খড়বোঝাই চলন্ত ট্রাকের ওপরে ছিলেন কানু। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাতপুকুরিয়া এলাকায় খড়ের সঙ্গে আটকে যাওয়া কেবল লাইনের (ডিসের) তার ছুটাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত কানুর সহকর্মী ফিরোজ জানান, তানোরের মু-ুমালা থেকে খড়বোঝাই করে ট্রাকটি গোদাগাড়ীর উদ্দেশে যাচ্ছিল। কানু, আল আমিনসহ তারা কয়েকজন খড়বোঝাই ট্রাকের ওপরে ছিলেন। পথে সাতপুকুরিয়া এলাকায় পৌঁছলে ট্রাকের খড়ের সঙ্গে ডিসের তার আটকে যায়। এ সময় কানু ডিসের তারটি ছুটানোর চেষ্টা করার সময় ১১ হাজার ভোল্ট বিদ্যুত পরিবাহী তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে কানুর সমস্ত শরীরে আগুন ধরে যায়। সেই সঙ্গে ট্রাকে থাকা খড়েও আগুন লেগে যায়। কানুকে বাঁচাতে তার ছোটভাই আল আমিন এগিয়ে এলে সেও বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়ে। অনেক কষ্টে আল আমিনকে আগুন থেকে রক্ষা করা সম্ভব হলেও কানুকে ট্রাক থেকে নামানো সম্ভব হয়নি। বিদ্যুতস্পৃষ্ট হয়ে ট্রাকের আগুনে কানু পুড়ে কয়লা হয়ে যায়। এ ঘটনার পর গোদাগাড়ী দমকল বাহিনীর সদস্যদের সংবাদ দিলে তারা এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে ও কানুর লাশ উদ্ধার করে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়েছেন। মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে আশপাশের হাজারও মানুষ লাশ দেখতে দেখানে ভিড় জমায়।
×