ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মিশু চৌধুরীর পথচলা

প্রকাশিত: ০৫:৪১, ১২ মার্চ ২০১৬

মিশু চৌধুরীর পথচলা

স্টাফ রিপোর্টার ॥ এক সময় বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় ছিলেন। এরপরে নাম লেখান মডেলিং আর অভিনয়ে। উপস্থাপনা করেও তিনি প্রশংসিত হয়েছেন। বলা হচ্ছে এই সময়ে জনপ্রিয় মুখ মিশু চৌধুরীর কথা। উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন মিশু। অভিনয় করেছেন ‘একাত্তরের মা জননী’ চলচ্চিত্রে। সম্প্রতি চ্যানেল আইয়ে প্রচার হয় আখম হাসানের বিপরীতে নাটক ‘লালু-বুলু’। চলচ্চিত্র, নাটক, টেলিফিল্ম এবং বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে নিজের প্রতিভার জানান দিয়ে প্রশংসিত হচ্ছে বগুড়ার মেয়ে মিশু চৌধুরী। মিশু অভিনীত নাটকগুলো হলো, বিটিভির একক নাটক ‘আদর’, ধারাবাহিক ‘চিত্র বিচিত্র’, বৈশাখী টিভির ধারাবাহিক ‘নগর জোনাকী’, এটিএনবাংলার ‘উজান গাঙের নাইয়া’, এনটিভিতে প্রচার হয় টেলিফিল্ম ‘কমিটমেন্ট’ অন্যতম। এছাড়া বেশ কিছু টিভিসিতে কাজ করেছেন মিশু। এর মধ্যে গ্রামীণফোনের ‘তোর আব্বা এ সপ্তাহেও আইবো না কাজ পইরা গেছে’ সংলাপটি দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়। সম্প্রতি মিশুর ফজলুর রহমান বাবুর সঙ্গে ইট কলের চুলার বিজ্ঞাপনটিও জনপ্রিয় হয়েছে। পাশাপাশি গত ২৬ ফেব্রুয়ারি মঞ্চস্থ হয় মিশু অভিনীত দেশনাটক প্রযোজিত মঞ্চ নাটক ‘সুরগাও’। অতি সম্প্রতি জিটিভির ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানের চার নারী ক্রিকেটারকে নিয়ে বিশেষ পর্বের অতিথি হয়েছিলেন মিশু। সেই সাফল্যের ধারাবাহিকতায় এশিয়া কাপ ক্রিকেট নিয়ে মাছরাঙা টেলিভিশনে একটি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপস্থাপনা করেন সাবেক এই তারকা মহিলা ক্রিকেটার। নাম ‘গ্রামীণফোন পাওয়ার প্লে’। সেখানে খেলা শুরুর আগে একজন ক্রিকেটার ও খেলা শেষে আরেকজন ক্রিকেটারের সঙ্গে খেলা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করেন তিনি। মিশু বলেন, এশিয়া কাপের মতো বড় আসরে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনার বিষয়টি খুবই ইতিবাচক। অনুষ্ঠানে প্রতি খেলায় নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনার বিষয়টি ক্রিকেটের জন্য ফলপ্রসূও বলে আমি মনে করি। অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত টুর্নামেন্টের প্রতিটি খেলার আগে সন্ধ্যা ৭টা ও খেলা শেষে প্রচার হয়। বিশ্বকাপে ক্রিকেট নিয়ে বৈশাখী টেলিভিশনে একটি বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপস্থাপনা করেন মিশু। অনুষ্ঠানটির নাম ছিল ‘বিশ্বকাপে বিশ্বমাতে’। এছাড়া আরও কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন মিশু। সব মিলে বেশ ভালই ব্যস্ততায় কাটছে তাঁর সময়। তার জন্য শুভ কামনা।
×