ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ভারতের পুঁজিবাজারে মাঝারি দরপতন

প্রকাশিত: ০৬:২৭, ১১ মার্চ ২০১৬

ভারতের পুঁজিবাজারে মাঝারি দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ কয়েকদিনের সূচকের বৃদ্ধির পরে ভারতের পুঁজিবাজারে মাঝারি ধরনের দরপতন ঘটেছে। প্রযুুক্তি খাতের কোম্পানিগুলোর মুনাফা কমার কারণে ভারতের সেনসেক্স সূচক হারায় ১৭০ পয়েন্ট। বিশ্লেষণ দেখা গেছে, প্রযুক্তি খাতে বিক্রি কমে যাওয়ায় ভারতের পুঁজিবাজারে বৃহস্পতিবার নেতিবাচক প্রভাব পড়েছে। দিনশেষে সেনসেক্স হারিয়েছে পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ পয়েন্ট হারিয়েছে সেনসেক্স। এ সময় বাজার অবস্থান করে ২৪ হাজার ৬২৩ পয়েন্টে। সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইনফয়েজের শেয়ারে। কোম্পানিটির শেয়ার এদিন ২.৬৫ শতাংশ দর হারায়। রিলায়েন্স, লারসেন ও ভেল হারায় যথাক্রমে ১.৮৮, ১.৮১ ও ১.৬৩ শতাংশ দর। গত মাসের শেষের দিকে মোদি সরকার ইউনিয়ন বাজেট ঘোষণা করে। তারপর বাজার একটানা উঠছিল। এর মধ্যে তেমন নেতিবাচক অবস্থানে যায়নি সেনসেক্স। এদিকে অর্থনীতিকে চাঙ্গা করার বৃহস্পতিবার ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। এর ফলে ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে।
×