ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে বউ বিক্রির চেষ্টা

প্রকাশিত: ০৫:৫৫, ১০ মার্চ ২০১৬

ফেসবুকে বউ বিক্রির চেষ্টা

ফেসবুক এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, কেনাবেচারও মাধ্যম। ফেসবুককেন্দ্রিক অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কেনাবেচাও হচ্ছে দেদার। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেয়া হয় বাজার দখলের জন্য। কিন্তু ভারতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ফেসবুকে নিজের বউ বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন এক স্বামী। ঋণে জর্জরিত স্বামী। হাজার চেষ্টা করেও যোগাড় করতে পারেননি ঋণ শোধ করার টাকা। কী করবেন, ভেবে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত নিজের বউ বিক্রি করে ঋণ শোধ করার পরিকল্পনা করেন। যেমন ভাবনা, তেমন কাজ। কিন্তু কার কাছে বউ বেচবেন? কোথায়ই বা বেচবেন? কে-ই বা কিনবে তার বউকে? এসব ভেবে কূলকিনারা করতে না পেরে আশ্রয় নিলেন ফেসবুকের। প্রোফাইলে বউয়ের ছবি দিয়ে বিজ্ঞাপন। ‘বউ বিক্রি আছে, মাত্র এক লাখ টাকায়।’ এমন ঘটনা ঘটে ইন্দোরে। এমন বিজ্ঞাপনের পর খোরগোন জেলার ৩০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তার স্ত্রী। অভিযোগ পেয়েই অভিযুক্ত দীলিপ মালিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আইপিসি ৫০৯ (মানহানি) ধারায় মামলা দায়ের করে পুলিশ। -ওয়েবসাইট
×