ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ তো বটেই টি২০ বিশ্বকাপেও টাইগারদের সম্ভাবনা দেখছেন সৌরভ গাঙ্গুলী, মাশরাফিদের নৈপুণ্যে ;###;রীতিমতো মুগ্ধ অজয় জাদেজা, আজকের ম্যাচ নিয়ে সতর্ক পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস

তাদের মুখে কেবলই বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৫, ২ মার্চ ২০১৬

তাদের মুখে কেবলই বাংলাদেশ

শাকিল আহমেদ মিরাজ ॥ বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এক আলোড়ন সৃষ্টিকারী নাম। বিশেষ করে রঙিন পোশাকের সীমিত ওভারে। ওয়ানডেতে টাইগাররা এখন যে কোন দলের জন্য রীতিমতো যমদূত। টি২০তে সেই স্বীকৃতিটা না পেলেও, এশিয়া কাপে শ্রীলঙ্কাকে বধ করে আলোচনায় মাশরাফিবাহিনী। দুই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে স্বাগতিকরা। আজ পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালের পথে অনেক দূর এগিয়ে যাবে লাল-সবুজের দেশ। মাঠ ও মাঠের বাইরে চলছে টাইগার বন্দনা। কে নেই সেখানে? মাঠের প্রতিপক্ষ পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস, গ্রেট ওয়াসিম আকরাম, ‘প্রিন্স অব কলকাতা’ সৌরভ গাঙ্গুলী, তার সময়ের সতীর্থ অজয় জাদেজা, লঙ্কান তারকা এ্যাঞ্জেলো ম্যাথুস- প্রত্যেকের মুখে কেবলই বাংলাদেশ। ‘সবাই জানে, বাংলাদেশ এখন দারুণ কিছু করে দেখানোর ক্ষমতা রাখে। বিশেষ করে ঘরের মাটিতে তারা সত্যি ভয়ঙ্কর। নিজেদের কন্ডিশনে এক ঝাঁক দুর্দান্ত পেসার রয়েছে। ওয়ানডেতে প্রমাণ করেছে, টি২০তেও প্রমাণের পথে। এখানে ভারত, আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের তিন ম্যাচের প্রতিই আমরা দৃষ্টি রেখেছি। শেষ দুটিতে মাশরাফির দল অসাধারণ খেলেছে। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে, বিশেষ করে ধুরন্ধুর পেস আক্রমণ এবং একাধিক ব্যাটসম্যানের ওপর হয়ত বিশেষ নজর থাকবে। তবে আমরা গোটা দল নিয়েই ভাবব।’ বলেন আজ মাঠের প্রতিপক্ষ পাকিস্তানের প্রধান কোচ ওয়াকার। মুস্তাফিজুর রহমানের না থাকাটা ব্যাটসম্যানদের জন্য স্বস্তিদায়ক বলেও মন্তব্য করেন নব্বইয়ের দশকের মাঠ কাঁপানো এই পেসার। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পর আমিরাতকে হারিয়ে ঘুরে দাঁড়ায় পাকিরা। ওই ম্যাচে জ্বলে ওঠেন দুই হাফসেঞ্চুরিয়ান উমর আকমল ও শোয়েব মালিক। ওয়াকার বলেন, ‘দু-জনই ব্যাটিংয়ে পরিপক্বতার পরিচয় দিয়েছে। মালিকের কথা আলাদা করে বলতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে ও আরও ধারালো হয়ে উঠেছে। ছোট্ট ফরমেটে মানিয়ে নিয়েছে। এটা খুশির বিষয়। তবে বাংলাদেশকে হারাতে হলে আমাদের সব বিভাগে জ্বলে উঠতে হবে। নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা দেখার পর বাংলাদেশকে নিয়ে চমৎকার সব কথা বলেছেন অজয় জাদেজা। সাবেক ভারতীয় তারকা বলেন, ‘বিপর্যয়ের মাঝেও সাব্বির রহমান যেভাবে ব্যাট করেছে, সত্যি অসাধারণ। ব্যাটিং-বীরত্ব দিয়ে কঠিন পরিস্থিতি জয় করেছে।’ তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশ দলটা আসলেই এগিয়ে গেছে। মাঠে তারা এখন আর বিশেষ কোন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়। নতুনরা উঠে এসেছে।’ মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে মুগ্ধ জাদেজা, ‘ওর উপস্থিতিটাই বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা। ব্যাটিং-বোলিংয়ে ব্যক্তিগতভাবে হয়ত বড় কোন পারফর্মেন্স নেই। কিন্তু ম্যাচে বোলার পরিবর্তন, ফিল্ডিং সাজানো কী সুন্দর আর নিখুঁত।’ মুস্তাফিজ-সাব্বিরদের উঠে আসা টাইগার ক্রিকেটের এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি বলে মনে করেন এক সময় মাঠের সদাহাস্য এই মুখ। দিয়েছেন একটা পরামর্শও, ‘ভবিষ্যতের কথা ভেবে মুশফিকুর রহীমের পাশাপাশি নতুন উইকেটরক্ষক বেছে নেয়ার এখনই সময়।’ পাকিস্তান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেন, ‘নিজেদের মাটিতে বাংলাদেশ অপ্রতিরোধ্য। ধারাবাহিকতাই ওদের এগিয়ে রাখছে। দলের কম্বিনেশনও ভাল। বিশ্বের যেকোন দলের জন্য মাথা ব্যথার কারণ। আমি তো বলব, কেবল এশিয়া কাপ নয়, টি২০ বিশ্বকাপেও মাশরাফির দল অন্যতম ফেবারিট!’ গত বছর বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হারে ভারত। সেটি স্মরণ করে সৌরভ গাঙ্গুলী বলেন, ওই সিরিজটা খুব মন দিয়ে দেখেছিলাম। বলতেই হবে ভারত একটা ভাল দলের কাছে হেরেছিল। বাংলাদেশ যে ক্রিকেটে অভূতপূর্ব উন্নতি করেছে, তার আরেকটি উদাহরণ এবারের অনুর্ধ ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়া।
×