ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনায় ডাক্তারের ওপর হামলাকারীর শাস্তি দাবি

প্রকাশিত: ০৩:৪৩, ২ মার্চ ২০১৬

খুলনায় ডাক্তারের ওপর হামলাকারীর শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ হেল মামুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা। বিএমএ নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। মিষ্টির প্যাকেটে ককটেল স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টির প্যাকেটে লুকিয়ে রাখা ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ৯টায় সদর উপজেলার নয়নপুর এলাকার এক ফার্মেসি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফার্মেসির মালিক শওকত আলীকে (৫৫) আটক করেছে পুলিশ। শওকত নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। বিরল প্রজাতির প্যাঁচা নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ মার্চ ॥ সোমবার সন্ধ্যায় বিরল প্রজাতির খয়রা-মেছো প্যাঁচা উদ্ধার করা হয়েছে। প্যাঁচাটি পুরাতন ঠাকুরগাঁওয়ে এলাকাবাসী হাঁটতে দেখে। পরে তারা শহরের পাখিপ্রেমী নামে পরিচিত যুবককে খবর দেয়। ওই যুবক জানায়, আমাকে খবর দেয়ার পর আমি গিয়ে প্যাঁচাটি উদ্ধার করে বাসায় নিয়ে আসি। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও বন বিভাগে খবর দেই। আমার জানা মতে, এটি বিরল প্রজাতির খয়রা-মেছোপ্যাঁচা। এগুলো সাধারণত দক্ষিণাঞ্চলের দিকে দেখা যায়।
×