ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে সংঘর্ষ হামলা ভাংচুর ॥ আহত ২০

প্রকাশিত: ০৪:১০, ১ মার্চ ২০১৬

লক্ষ্মীপুরে সংঘর্ষ হামলা ভাংচুর ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৯ ফেব্রুয়ারি ॥ শহরের মধ্য বাঞ্চানগর এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হোটেল ব্যবসায়ী ইউসুফ হোসেন টিপু ও তার ভাই-বোনসহ দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের অবস্থার অবনতি হলে চারজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জিকু গ্রুপ যুবলীগ নামধারী সেখানে ওয়াল ভাঙ্গতে গেলে ব্যবসায়ী ইউছুফ হোসেন টিপুর লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে জিকু গ্রুপের ইউসুফ হোসেন, আরমান হোসেন, জিকুসহ চারজন আহত হয়। জানা যায়, লক্ষ্মীপুর শহরের মধ্য বাঞ্চানগর এলাকার ওয়েলকাম কমিউনিটি রেস্টুরেন্ট এ্যান্ড পার্টি সেন্টারের পার্শ্বে ইউসুফ হোসেন টিপুর একখ- জমি রয়েছে। দীর্ঘদিন ধরে ইউসুফ হোসেন টিপুর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে স্থানীয় একদল চিহ্নিত সন্ত্রাসী। চাঁদা না দেয়ায় জাকির হোসেন, আরমান হোসেন ও জিকুর নেতৃত্বে ১৪/১৫ সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ওই জমির বাউন্ডারি ওয়াল ভাংচুর শুরু করে। এ সময় বাধা দিলে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে ইউসুফ হোসেন টিপু, ভাই আনোয়ার হোসেন, রবিন হোসেন, ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন এর স্ত্রী সামিয়া সুলতানা স্বপ্না, সরকারী কলেজের ছাত্রী বোন রিমা আক্তারসহ দু’পক্ষের ২০ জন আহত হয়। টঙ্গী নিজস্ব সংবাদদাতা, টঙ্গী থেকে জানান, মেঘনা গেট এলাকায় এন্টারনেট সোয়েটার কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ শ্রমিক আহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিকরা তাদের বাৎসরিক ছুটির টাকার দাবিতে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে কর্মবিরতি করে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকে। দুপুর সাড়ে ১২টায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল ও কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি শান্ত হয়।
×