ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় অস্ত্রবিরতি বেরিয়ে আসছে গৃহযুদ্ধের ভয়াবহ চিত্র

প্রকাশিত: ০৪:০১, ১ মার্চ ২০১৬

সিরিয়ায় অস্ত্রবিরতি  বেরিয়ে আসছে গৃহযুদ্ধের  ভয়াবহ চিত্র

সিরিয়ায় শনিবার ভোর থেকে শুরু হওয়া অস্ত্রবিরতি শুরু হবার পর সেখানে অনেককে ত্রাণের জন্য অপেক্ষা করতে হচ্ছে। সিরিয়ার দ্বিতীয় শহর আলেপ্পোতে উদ্ধারকারীরা নীরবে তাদের শিবিরের বাইরে ফুটবল খেলছে। বছরের এ সময়ে এই প্রথমবার তাদের কাউকে উদ্ধার করতে যেতে হচ্ছে না। -এএফপি ও বিবিসি তাদের এ্যাম্বুলেন্সগুলো কাছেই পার্ক করা রয়েছে। হোয়াইট হেলমেটের স্বেচ্ছাসেবীরা অস্ত্রবিরতির দ্বিতীয় দিনে পরিপূর্ণ বাস্তবতা অনুধাবন করতে পারছে। ডাক্তার ও জরুরী বিভাগের কর্মীরা সিরিয়া যুদ্ধে আহতদের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জীবনদায়ী সেবা দিতে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। গত ২০১১ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে স্বেচ্ছাসেবীরা সেখানে এক মুহূর্ত না থেমে বিদ্রোহী এলাকায় বিমান হামলা, শেল ও স্নাইপারের ধ্বংসস্তূপ থেকে বেসামরিক লোকদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করছে। হোয়াইট হেলমেটের মুখপাত্র আবদেল রহমান জানান, সিরিয়াজুড়ে আমাদের ১১৪টি জরুরী কল সেন্টার থেকে দিনের প্রতিঘণ্টায় সাহায্যের জন্য ৫০টি ফোন পেয়েছি। অস্ত্রবিরতি শুরু হবার পর থেকে ফোন করার সংখ্যা কমতে শুরু করেছে। সারাদিনে আমরা সেন্টারগুলো থেকে মাত্র ১০টি ফোন পেয়েছি।
×