ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিজ্ঞাসাবাদে তথ্য দেবীগঞ্জে পুরোহিত হত্যার মূল আসামি রমজান আলী

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

জিজ্ঞাসাবাদে তথ্য দেবীগঞ্জে পুরোহিত  হত্যার মূল আসামি রমজান আলী

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ও রংপুর ॥ পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠ মন্দিরের পুরোহিত মহারাজ যজ্ঞেশ্বর রায় হত্যা ও অস্ত্র-বিস্ফোরক আইনে দায়েরকৃত দুই মামলায় রিমান্ডে থাকা ৬ আসামি পুলিশী জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তদন্ত সংশ্লিষ্ট পুলিশের নির্ভরযোগ্য সূত্রের মতে, জেএমবি সদস্য রমজান আলীই পুরোহিতকে চাপাতি দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। এদিকে, দেবীগঞ্জে পুরোহিত হত্যাকা-ের প্রতিবাদে রবিবার রংপুরে মানববন্ধন কর্মসূচী পালন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে রমজান আলী পুরোহিত হত্যার কথা স্বীকার করেছে মর্মে এমনটাই দাবি করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির। রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ॥ গৌড়ীয় মঠের অধ্যক্ষ মহারাজ যজ্ঞেশ্বর রায়কে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে রংপুরে মানববন্ধন করেছে উত্তরবঙ্গের চৈতন্য গৌড়ীয় সংঘের রংপুর বিভাগীয় কমিটি। এতে পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে তারা দাবি আদায়ে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ ও ডিআইজি হুমায়ুন কবীর বরাবর স্মারকলিপি দেয়।
×