ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

আগেই বসন্ত...

ঝলক

প্রকাশিত: ০৫:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ঝলক

ভারতের জম্মু ও কাশ্মীরে এখন বইছে বসন্তের হাওয়া। মঙ্গলবার শ্রীনগরের তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১০ ডিগ্রী বেশি। বর্তমানে সেখানে স্বাভাবিকের চেয়ে ১১ ডিগ্রী বেশি তাপমাত্রা রয়েছে। আকাশ মেঘমুক্ত থাকায় আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। সাধারণত মার্চের শেষের দিকে বসন্তের শুরু হয় কাশ্মীরে। সেখানে বসন্তে যেসব ফুল ফোটে তা এবার এক মাস আগেই ফুটতে শুরু করেছে। উপত্যকার জলবায়ুতে পরিবর্তন আসার কারণেই এমন হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে কৃষকরা আশঙ্কা করছেন, কম তুষারপাত ও স্বল্প বৃষ্টির প্রভাব পড়তে পারে কৃষিকাজে। সময়ের আগে গাছে ফুল ফুটে যাওয়ায় যেসব ফলের গাছ রয়েছে তাতে অকালে ফল ঝরে যেতে পারে। বিগত ৭৬ বছরের মধ্যে ফেব্রুয়ারি মাসে এটাই উষ্ণতম দিন। আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী, ১৯৪০ সালের ফেব্রুয়ারিতে একবার ২০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সেই রেকর্ড ভাঙল ৭৬ বছর পর। Ñএই সময় পৃথিবী তছনছ ১ সেকেন্ডে! চিন্তা কী আর আমাদের একটা। ফেসবুকে পোস্ট করা নতুন সেলফিতে ক’টা লাইক পড়ল, স্ট্যাটাস আপডেটে কে কী কমেন্ট করল, বাজারে কী নতুন স্মার্টফোন এলোÑ এ রকম হাজারটা চিন্তা। কিন্তু এত ভাবনা-চিন্তার মধ্যে ভেবে দেখেছেন কি কখনও যদি এই সব কর্মকা- থেমে যায়, মানে পৃথিবীটা যদি ১ সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ করে দেয় তবে কী হবে? পৃথিবী থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই হাওয়ায় ভাসতে থাকবে মানুষ, জীবজন্তু থেকে শুরু করে সব প্রাণী। হাড়গোড়, মাংস সব দলা পাকিয়ে মানুষ অনেকটা ভাঙ্গা পুতুলের মতো হয়ে যাবে। দুই মেরু এই অনুভূতি কয়েক সেকেন্ড পর টের পেলেও শেষ পর্যন্ত একই অবস্থা হবে। প্লেনে থাকা মানুষ প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যে আকাশে সৃষ্টি হবে ভয়ঙ্কর ঝড়। আর তারপরই সব শেষ। এ তো গেল আকাশের কথা। কিন্তু ভূপৃষ্ঠে তখন কী হবে? বাতাসের গতিবেগ প্রচ- বেড়ে যাওয়ার ফলে পৃথিবীজুড়ে আগুন জ্বলবে। ঠিক যেন আগুনের গোলা। থেমে থাকবে না জলও। পৃথিবীর সমস্ত জলভাগে সৃষ্টি হবে বিশাল সুনামি। আর সব জল গিয়ে জমা হবে দুই মেরুতে। বাকি পৃথিবী জলশূন্য হয়ে পড়বে। এসব ছাড়াও ঘটবে এক অদ্ভুত ঘটনা। পৃথিবী থেমে যাওয়ার ফলে যেদিক সূর্যের সামনে পড়বে সেদিকের সব জ্বলে ছারখার হয়ে যাবে কিন্তু অপর পিঠে সূর্য না থাকায় শুরু হবে ‘আইস এজ’। সব মিলিয়ে ওই ১ সেকেন্ডই পৃথিবীকে তছনছ করে দেয়ার জন্য যথেষ্ট হবে। এর পর পৃথিবী আবার আগের মতো ঘুরতে শুরু করলেও পৃথিবীতে কিছুই আর আগের মতো থাকবে না। আর হয়ত কখনও প্রাণের সঞ্চারও সম্ভব হবে না। Ñএই সময় মোদিকে হুমকি... রাখী সাওয়ন্ত বা পুনম পান্ডে যদি ভারতের বিতর্কিত চরিত্র হয়, তাহলে কোয়ান্ডিল বালুচ পাকিস্তানের বিতর্ক সম্রাজ্ঞী। লাইমলাইটে আসতে এবার তিনি বেছে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সম্প্রতি মোদির জন্য একটি ভিডিওবার্তা রেকর্ড করে ফেসবুকে পোস্ট করেছেন পাকিস্তানী এই অভিনেত্রী, যা উস্কানিমূলক তো বটেই; একই সঙ্গে ভারতের জন্য অপমানজনকও। মোদিকে নিয়ে পাকিস্তানী অভিনেত্রীর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে নরেন্দ্র মোদিকে ডার্লিং বলে শুরু করে, একাধিকবার তাঁকে চা ওয়ালা, চায়ের দোকান কেমন চলছে? জাতীয় কথা বলে কটাক্ষ করা হয়েছে। ভিডিওটি হাস্যকর লাগলেও এই অভিনেত্রী রীতিমতো ভারত এবং দেশটির প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে বলেছেন, ‘আমরা পাকিস্তানের মানুষ শান্তিপ্রিয়, আমাদের রাগিও না, আমাদের রাগালে সেদিন তুমি বাঁচবে না, ভয় পাও আমাদের।’ বালুচের পোস্ট করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। এর আগেও পাকিস্তানের এই টেলিভিশন অভিনেত্রী লাইমলাইটে আসার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন। উস্কানিমূলক এ ভিডিওর জেরে সোশ্যাল মিডিয়ায় তাঁর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন আবার কেউ কেউ বিরক্তি ও হাসির পাত্রতে পরিণত করেছেন তাঁকে। কয়েক সপ্তাহ আগে একটা স্থানীয় টিভি চ্যানেলে পাকিস্তানের বিরোধী নেতা এবং পিটিআইপ্রধান ইমরান খানকে প্রোপোজ করে বসেন। এমনকি তিনি এও বলেন, ইমরানের জন্য তাঁর বাড়ির কাজের লোক হতেও প্রস্তুত তিনি। Ñওয়ান ইন্ডিয়া
×