ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করেনি ॥ চট্টগ্রামে ড. মিজানুর

প্রকাশিত: ০৪:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করেনি ॥ চট্টগ্রামে ড. মিজানুর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অসত্য ও বিকৃত তথ্যের জন্য ভুল স্বীকার করেছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এটি উনার মহত্ব। কিন্তু বিকৃত তথ্যের কারণে যারা ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হয়েছেন তার প্রতিকার কী। বিষয়টি আইনের ওপরই ছেড়ে দেয়া উচিত। বৃহস্পতিবার চট্টগ্রামে এ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। এ সময় তিনি মাহফুজ আনামকে হয়রানি করা হচ্ছে বলে যারা অভিযোগ করেছেন তাদেরও তীব্র সমালোচনা করেন। একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের নিয়ে দেশী-বিদেশী সংস্থাগুলোর উদ্বেগের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্র কোন মামলা করেনি। সুতরাং সেসব মামলা প্রত্যাহার করে নেয়ার ক্ষমতা সরকারের নেই। যারা হয়রানির অভিযোগ তুলছেন তাদের কথা শুনলে মনে হয়, রাষ্ট্রই কোন ব্যক্তিকে দিয়ে মামলা করাচ্ছে। এ ধারণা অমূলক। মানবাধিকার কমিশন চেয়ারম্যান বেসরকারী চিটাগাং ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটির আইন অনুষদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এরপর তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। নগরীর জামালখান সড়কে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ড. ইরশাদ কামাল খান। আরও বক্তব্য রাখেন নেপালের সাবেক এ্যাটর্নি জেনারেল ড. যুবরাজ সাংগ্রুলা, আইন অনুষদের সমন্বয়ক অধ্যাপক জাকির হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম নুরুজ্জামান, ব্যবসায় অনুষদের প্রধান ড. এম আইয়ুব ইসলাম ও লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ।
×