ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসি ম্যাজিকে শেষ আট দেখছে বার্সিলোনা

প্রকাশিত: ০৬:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

মেসি ম্যাজিকে শেষ আট দেখছে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একবার নিজের জাত চেনালেন লিওনেল মেসি। বর্ণাঢ্য ক্যারিয়ারে আগে কখনও গোলরক্ষক পিটার চেককে কাবু করতে পারেননি রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা ফুটবলার। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে চেককে দুইবার পরাস্ত করে দুই গোল করেন মেসি। আর তাতেই লন্ডনের বিখ্যাত এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে অতিথি বার্সিলোনা। সহজ এই জয়ে আসরের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১৬ মার্চ ন্যুক্যাম্পে দ্বিতীয় লেগের ম্যাচে ইংলিশ ক্লাব আর্সেনালকে আতিথ্য দেবে লুইস এনরিকের দল। নিজেদের মাঠে প্রথমার্ধে বার্সিলোনার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে আর্সেনাল। ম্যাচের প্রথম সুযোগটাও পায় স্বাগতিকরা। কিন্তু ২২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে বক্সের ভেতর সুবিধাজনক জায়গায় বল পেয়েও আর্সেনালকে গোল উপহার দিতে পারেননি অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন। তার দুর্বল শট নিয়ন্ত্রণে নেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। প্রথমার্ধে বার্সাও গোল করার দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করে। কিন্তু হতাশ করেন লুইস সুয়ারেজ। প্রথমবার মেসির পাস থেকে তার শট ধরে ফেলেন আর্সেনাল গোলরক্ষক চেক। বিরতির ঠিক আগে দানি আলভেসের ক্রস থেকে সুয়ারেজের হেড লক্ষ্যভ্রষ্ট হয় অল্পের জন্য। বিরতির পর আর্সেনাল কয়েকটি ভাল আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। এরপর ধীরে ধীরে ম্যাচের লাগাম নিয়ে নেয় বার্সা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা আর্সেনাল নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি। ৭১ মিনিটে ইভান রাকিটিচ ও নেইমারের মাধ্যমে গড়ে ওঠা আক্রমণকে পূর্ণতা দিয়ে গত মৌসুমের ট্রেবল জয়ীদের প্রথম গোল উপহার দেন মেসি। ছয় মিনিট পর দ্বিতীয় গোলও পেয়ে যেতে পারতো লুইস এনরিকের শিষ্যরা। কিন্তু চমৎকার একটি আক্রমণ থেকে সুয়ারেজের শট বাধা পায় সাইডবারে। তবে ৮৩ মিনিটে আর হতাশ হতে হয়নি বার্সাকে। মেসিকে বদলি ডিফেন্ডার ম্যাথিউ ফ্লামিনি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। চেককে দ্বিতীয়বার পরাস্ত করতে সমস্যা হয়নি আর্জেন্টাইন অধিনায়কের। ম্যাচ শেষে লিওনেল মেসি জানান, আর্সেনাল শেষ পর্যন্ত একই ছন্দে খেলে যেতে পারবে না বলে ধারণা ছিল তার। মেসি বলেন, ভাগ্যের কিছু সাহায্য পেয়ে প্রথমার্ধে আর্সেনাল ভাল করেছে। কিন্তু আমরা জানতাম, পুরো সময়ে এই গতি ধরে রাখতে পারবে না তারা। দ্বিতীয়ার্ধে আমরা আরও জায়গা পেলাম এবং প্রথম গোলটি আমরা এভাবেই পেয়েছি। প্রতিপক্ষের মাঠে দুই গোল পাওয়ায় কোয়ার্টার ফাইনালে ওঠার পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বার্সিলোনার। খুশি মেসি বলেন, অসাধারণ একটি দলের বিরুদ্ধে খুব ভাল ফল এটা। সত্যি তাদের কিছু ভাল খেলোয়াড় আছে। ফল নিয়ে আমি খুশি। পেনাল্টি প্রসঙ্গে তিনি বলেন, ভাগ্য ভাল আমি পেনাল্টি থেকে গোল করেছি। গোলরক্ষকরা আমার পেনাল্টি কিক নিয়ে আরও বেশি গবেষণা করেন। বার্সা কোচ লুইস এনরিকে বলেন, সবার অগোচরে মেসি, সুয়ারেজ ও নেইমার জায়গা করে নিতে পারে। কিন্তু আমি পুরো দলেরই প্রশংসা করতে চাই। ম্যাচটি আমাদের জিততে হতো এবং তারা সেটা করেছে। অন্যদিকে বিরক্ত ও হতাশ আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার মেনে নিয়েছেন বার্সার শ্রেষ্ঠত্ব। এদিকে আর্সেনালের বিরুদ্ধে নিজেদের ক্লাব ইতিহাসে প্রতিযোগিতামূলক ম্যাচে ১০ হাজার গোলের মাইলফলক স্পর্শ করেছে বার্সিলোনা। প্রাণভোমরা মেসির পা থেকেই রেকর্ড ছোঁয়া ঐতিহাসিক গোলটি পায় স্প্যানিশ পরাশক্তিরা। ১৮৯৯ সালে এফসি বার্সিলোনার পথচলা শুরু হয়। বার্সার রেকর্ড ১০ হাজার গোল এসেছে ৪,৩৭৫ ম্যাচ থেকে। ম্যাচপ্রতি গোলের গড় ২.২৮। ১৯০১ সালের কোপা মাকায়ার মধ্য দিয়ে এর সূত্রপাত ঘটে। এরপর থেকে এখন পর্যন্ত ১২৬টি ট্রফি জিতেছে কাতালানরা।
×