ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে বিএসএফের গুলিতে আহত দুই যুবক নিখোঁজ

প্রকাশিত: ০৪:২৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

দৌলতপুরে বিএসএফের গুলিতে আহত দুই যুবক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ২৪ ফেব্রুয়ারি ॥ দৌলতপুর সীমান্তে বাংলাদেশীদের লক্ষ্য করে বিএসএফের গুলিবর্ষণে গুলিবিদ্ধ ২ বাংলাদেশীর দুই দিনেও সন্ধান মেলেনি। ফলে নিখোঁজদের পরিবারে চলছে কান্নার রোল আর নেমে এসেছে শোকের ছায়া। সোমবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সরকারপাড়া চর সীমান্তে বাংলাদেশীদের লক্ষ্য করে বিএসএফ গুলিবর্ষণ করলে মামুন ও আলিম নামে দু’বাংলাদেশী কোমর ও পায়ে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হয়। নিখোঁজদের পরিবারের দাবি বিএসএফের গুলিতে দুজন নিহত হলে বিএসএফ তাদের লাশ গুম করে থাকতে পারে। চট্টগ্রামে দুই পুলিশের বিরুদ্ধে চার্জশীট অস্ত্র উদ্ধারের পর আত্মসাত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আসামিকে বাঁচাতে গিয়ে ভুল কৌশলে ফেঁসে গেছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক দুই উপ-পরিদর্শক। তাদের কাছ থেকে জব্দ করা অস্ত্র আত্মসাত করায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পাঠিয়েছে দুদক। অস্ত্র আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় বুধবার তদন্তকারী কর্মকর্তা দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক রইস উদ্দিন আহমেদ আদালতে এ অভিযোগপত্র জমা দেন। অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ১৯৯৬ সালে নগর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন ও এবিএম কামাল পাশা। দুজনের মধ্যে দেলোয়ার হোসেনকে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। কামাল পাশা বর্তমানে অবসরে রয়েছেন। মুন্সীগঞ্জে আ’লীগ কর্মী গুলিবিদ্ধ ॥ যুবলীগ সভাপতি আটক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও শহর যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম এলান পিস্তলসহ গ্রেফতার হয়েছে। তার ছোড়া গুলিতে জখম আওয়ামী লীগ কর্মী বছির মিয়াকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকপুর হাসপাতালের সম্মুখের প্রধান রাস্তায় বুধবার সকালের ঘটনা এটি। বিকালে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়। আদালত রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে জেলা হাজতে পাঠিয়েছে। সদর থানার এসআই মোঃ হারুন অর রশীদ জানান, মানিকপুর জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় এই গুলির ঘটনায় এলানকে পাকড়াও করতে গেলে পুলিশকে লক্ষ্য করে আরও চার রাউন্ড গুলি ছোড়ে। পরে দৌড়ে কিছু দূরে গিয়ে তাকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুরে বিরানি খেয়ে একজনের মৃত্যু চিকিৎসকসহ অসুস্থ ২৮ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৪ ফেব্রুয়ারি ॥ লক্ষ্মীপুরে ব্র্যাকের একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনারে বিরানি খেয়ে লিটন (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়েছেন সদর হাসপাতালের ৯ চিকিৎসক ও ব্র্যাক কর্মকর্তাসহ অন্তত ২৮জন। নিহত লিটন, সদর হাসপাতাল সংলগ্ন উপশম নামে প্রাইভেট হাসপাতালের আয়া পারুল বেগমের স্বামী। অসুস্থ ২৮ জন সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সম্মেলন কক্ষে ব্র্যাক আয়োজিত একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনারে দুপুরে বিরানি খাওয়ার পর এরা অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তারা বাসায় প্রাথমিক চিকিৎসা নিলেও পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে রয়েছেন সদর হাসপাতালের ইএনটি কনসালট্যান্ট ডাঃ ওমর ফারুক, মেডিসিন কনসালট্যান্ট ডাঃ ইকবাল হোসেন, রেডিওলজি কনসালট্যান্ট ডাঃ সালাউদ্দিন, মেডিক্যাল অফিসার ডাঃ চিন্ময় সাহা, ডাঃ বনি আদম, ইএমও ডাঃ আব্দুর রহমান খালিদ, মেডিসিন কনসালট্যান্ট ডাঃ সালাউদ্দিন, ডাঃ নাছিমসহ ৯ চিকিৎসক, তাদের কয়েকজনের স্ত্রী, সন্তান, সিভিল সার্জনের বার্বুচি সঞ্চিত এবং ব্র্যাক কর্মকর্তা ও কর্মচারীসহ ২৮জন। সাতক্ষীরা বিএনপির সভাপতির বহিষ্কার দাবি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মনোনয়ন বিক্রির অভিযোগে জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশ, আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসকে দল থেকে বহিষ্কারের দাবি করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুট্ট মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে তাদের বহিষ্কারের দাবি জানান।
×