ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পল্লী বিদ্যুতায়ন বোর্ড সময় বেঁধে দিল

চার মাসের মধ্যে শিল্পে বিদ্যুত সংযোগ দেয়ার নির্দেশ

প্রকাশিত: ০৫:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

চার মাসের মধ্যে শিল্পে বিদ্যুত সংযোগ দেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ শিল্পে বিদ্যুত সংযোগ দিতে চার মাস সময় বেঁধে দিল পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। পেন্ডিং সকল শিল্প আবেদনকারীকে আগামী জুনের মধ্যে বিদ্যুত সংযোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সারাদেশের পল্লী বিদ্যুত সমিতিগুলোতে এখন নয় হাজার শিল্প সংযোগের আবেদন জমা পড়ে আছে। প্রতিমাসে আরইবি গৃহস্থালিতে সাড়ে তিন লাখ সংযোগ দিলেও শিল্পের সংযোগে গতি ছিল না। আরইবি সূত্র জানায়, এখন চার মাসের মধ্যে নয় হাজার শিল্প আবেদনের নিষ্পত্তি করতে হবে। তুলনামূলকভাবে শিল্পে বেশি বিদ্যুত প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট এলাকার লাইনের বিদ্যুত পরিবহন ব্যবস্থার সঙ্গে শিল্পের বিদ্যুত চাহিদার সঙ্গতি থাকতে হয়। নয়ত ওইসব এলাকায় বিদ্যুত পরিবহনের ক্ষমতা বৃদ্ধি করতে হয়। আরইবি চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন বলেন, আগামী জুনের মধ্যে শিল্প সংযোগের আবেদনগুলোর নিষ্পত্তি করা হবে। আরইবির কাছে পড়ে থাকা আবেদনের পাশাপাশি ১০০টি অর্থনৈতিক জোন-এ বিদ্যুত সংযোগ দেয়ার চেষ্টা করছি। এখন আরইবিতে প্রতিমাসে তিন থেকে সাড়ে তিন লাখ গ্রাহককে নতুন বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে। তবে যেসব শিল্প প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্র সংগ্রেহ করতে পারবে না তাদের সংযোগ দেয়া হবে না বলেও জানান তিনি। আরইবি বলছে শুধু গৃহস্থালিতে বিদ্যুত সরবরাহ করে এমন পল্লী বিদ্যুত সমিতিগুলো লোকশান করছে। কিন্তু নানামুখী কারণে শিল্প সংযোগ দেয়া হচ্ছে না। তবে এবার শিল্প সংযোগে গতি আসবে বলে আশা করা হচ্ছে। পল্লী বিদ্যুত সমিতিগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে শিল্প সংযোগের ক্ষেত্রে অনেকেই পরিবেশগত ছাড়পত্র যোগাড় করতে পারছেন না। সঙ্গত কারণে তাদের সংযোগ দিতে পারছে না সমিতিগুলো। পরিবেশগত ছাড়পত্র দ্রুততার সঙ্গে দেয়া হলে শিল্প সংযোগ আরও দ্রুত দেয়া সম্ভব হতো। এদিকে গত শুক্রবার আরইবির প্রধান কার্যালয়ে ঢাকায় সারাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)দের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আরইবি চেয়ারম্যান বলেন, শিল্পসহ অন্যান্য সংযোগ প্রত্যাশীগণকে নানা প্রকার হয়রানি, প্রশাসনিক দীর্ঘসূত্রতা, সংযোগ প্রদানে অহেতুক বিলম্ব, প্রয়োজনীয় তথ্য প্রদান না করা, দালালের কাছে গমনে বাধ্য করা ও দুর্ব্যবহারসহ উৎকোচ গ্রহণের মতো অনৈতিক কর্মকা-ে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেন, তাদের প্রতিটি কার্যক্রম জবাবদিহিতা সৃষ্টি করতে হবে। বিদ্যুত বিভাগ সূত্র জানায়, এখন দেশের বড় বড় শিল্প কারখানাগুলো নিজেদের উৎপাদিত বিদ্যুত দিয়ে পরিচালিত হয়। কিন্তু শিল্প প্রতিষ্ঠানগুলোকে ক্রমান্বয়ে গ্রিডের বিদ্যুত ব্যবহারে আগ্রহী করে তুলতে হবে। শিল্পে বিদ্যুতের ব্যবহার না বাড়লে বিদ্যুত বিতরণে ভারসাম্য সৃষ্টি হবে না। সরকারের তরফ থেকে শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহর ব্যবস্থা করার চিন্তা করা হচ্ছে। প্রয়োজনে অর্থনৈতিক অঞ্চলগুলোর জন্য পৃথক বিদ্যুত কেন্দ্র নির্মাণ করারও চিন্তা করা হচ্ছে। এখন দেশের গ্রীষ্ম এবং সেচ মৌসুমে বিদ্যুত কেন্দ্র পুরোদমে চালানো হলেও শীত মৌসুমে বিদ্যুত কেন্দ্রগুলোকে বসে থাকতে হয়। শুধু গৃহস্থালির বিদ্যুত সরবরাহে জোর দিলে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না। কারণ শিল্প প্রতিষ্ঠান সারা বছর সমানভাবে বিদ্যুত ব্যবহার করলেও তাপমাত্রার ওপর ভিত্তি করে গৃহস্থালির বিদ্যুত ব্যবহার ওঠা-নামা করে।
×