ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিক

নেইমারকে ছাড়তে সিদ্ধান্তহীনতায় কোচ এনরিকে

প্রকাশিত: ০৪:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০১৬

নেইমারকে ছাড়তে সিদ্ধান্তহীনতায় কোচ এনরিকে

স্পোর্টস রিপোর্টার ॥ লন্ডন অলিম্পিকে ২০১২ সালে স্বর্ণ জিততে ব্যর্থ হয়েছিল ব্রাজিল। বর্তমানের সুপারস্টার নেইমার ছিলেন সেই দলে। মেক্সিকোর কাছে ফাইনালে হেরে গিয়েছিল সেলেসাওরা। এবার দেশের মাটিতে আরেকটি অলিম্পিক। রিও ডি জেনিরো অলিম্পিকে স্বর্ণ জয়ের দারুণ সুযোগ এবার। কিন্তু সেই দলটিতে নেইমার খেলতে পারবেন কিনা তা অনিশ্চিত। কারণ জুনে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকায়ও ব্রাজিল দলে ইতোমধ্যে খেলার জন্য নেইমারের ক্লাব বার্সিলোনা ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগস্টে অলিম্পিক দলেও থাকার জন্য তাকে ছাড় দেয়া হবে কিনা সেটা নিয়ে বার্সা কোচ লুইস এনরিকে আছেন সংশয়ে! অলিম্পিক দলে ২৩ বছরের ঊর্ধ্বে তিন ফুটবলার খেলার সুযোগ পান। কিন্তু এবার জুনে লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকা এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। আর সেখানে খেলার জন্য বার্সা নেইমারকে ছাড় দেয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে। এবার আগস্টে অলিম্পিক দলেও নেইমারকে খেলাতে চায় ব্রাজিল। এ বিষয়ে বার্সার কোচ এনরিকে বলেন, ‘যে কোন ক্রীড়াবিদের জন্য দেশের মাটিতে অলিম্পিক গেমসে অংশ নেয়াটা বিশেষ ব্যাপার। নেইমার ইতোমধ্যেই কোপা আমেরিকায় খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এখন দেখতে হবে কিভাবে এই পরিস্থিতিটা সামাল দিতে হবে। তার চাহিদাটা অনেক বেশি। সে কারণে সবসময়ই তাকে পেতে উন্মুখ থাকে সবাই। শুধু নেইমারই নয়, এমনকি রাফিনহাও দুটি স্কোয়াডেই থাকতে পারেন।’ ২০০৮ সালে একই সমস্যায় পড়েছিল বার্সা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে নিয়ে।
×