ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি

লতিফের বিরুদ্ধে মহিউদ্দিনের বক্তব্যের নিন্দায় ৭ এমপি

প্রকাশিত: ০৫:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

লতিফের বিরুদ্ধে মহিউদ্দিনের বক্তব্যের নিন্দায় ৭ এমপি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ এনে এমএ লতিফ এমপির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রামের সাত সংসদ সদস্য। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা গত সোমবার লালদীঘি মাঠে দেয়া মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত পাগলের প্রলাপ বলেও উল্লেখ করেন। বিবৃতিতে স্বাক্ষরদাতা সংসদ সদস্যরা হলেন- চট্টগ্রাম-১০ আসনের ডাঃ আফসারুল আমিন, রাউজানের এবিএম ফজলে করিম চৌধুরী, পটিয়ার শামসুল হক চৌধুরী, চন্দনাইশের মোঃ নজরুল ইসলাম চৌধুরী, বাঁশখালীর মোস্তাফিজুর রহমান চৌধুরী, সীতাকু-ের দিদারুল আলম ও সন্দ্বীপের মাহফুজুর রহমান। সাত সংসদ সদস্য তাদের বিবৃতিতে বলেন, লালদীঘি মাঠের সভায় আওয়ামী লীগের দুই-দুইবার নির্বাচিত সংসদ সদস্য এমএ লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির মিথ্যা অভিযোগ এনে নাগরিক মঞ্চের উদ্যোগে আয়োজিত সভায় মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী যে বক্তব্য দিয়েছেন আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। ছবি বিকৃতির আত্মস্বীকৃত ডিজাইনারের বিরুদ্ধে অবস্থান না নিয়ে এমএ লতিফের ভাবমূর্তি ক্ষুণœ ও তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে দেয়া উনার বক্তব্য কোনভাবেই একজন দায়িত্বশীল নেতার আচরণ হতে পারে না। মহিউদ্দিন চৌধুরী এমএ লতিফের উদ্দেশ্যে বলেছেন, ‘যদি কোন দুর্ঘটনা ঘটে, যদি কোন তরুণ যুবক ক্ষিপ্ত হয়ে আঘাত করে, যদি এতে তার মৃত্যু হয় তাহলে নির্দেশদাতা হিসেবে অপরাধী হতে আমি রাজি আছি। মামলায় আমাকে প্রথম আসামি করতে পারবেন। মহিউদ্দিন চৌধুরী কাঠগড়ায় যেতে রাজি আছে।’ বিবৃতিদাতা এমপিগণ বলেন, কোন সভ্য মানুষের পক্ষে এহেন মন্তব্য অসম্ভব। এ বক্তব্যের মাধ্যমে একদিকে দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং অন্যদিকে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সমতুল্য। এমপি লতিফের পাসপোর্ট জব্দের আবেদন ॥ এদিকে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির দায়ে এমপি লতিফের পাসপোর্ট জব্দের আবেদন করা হয়েছে। যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সাইফুদ্দিন আহমেদ রবি বুধবার এ সংক্রান্ত আবেদনে বলেছেন, লতিফ দেশ ছেড়ে পালাতে পারেন এমন আশঙ্কায় তার পক্ষে এ আবেদন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম এ সংক্রান্ত আবেদন গ্রহণ করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। এর আগে হাজার কোটি টাকার মানহানির অভিযোগে গত ৪ ফেব্রুয়ারি লতিফের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে এমপি এমএ লতিফ নগরীর বিভিন্ন স্থানে যে ফেস্টুন লাগান তাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখম-লের সঙ্গে লতিফের নিজের শরীর জুড়ে দিয়ে তা তৈরি করা হয়। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর চট্টগ্রামে প্রতিবাদের ঝড় উঠে। এ সংক্রান্তে লালদীঘি ময়দানে প্রতিবাদ সমাবেশ হয়েছে। এমপি লতিফকে গ্রেফতারের জন্য পনেরো দিনের আল্টিমেটাম দিয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
×