ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে–আই জি পি

প্রকাশিত: ২৩:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে–আই জি পি

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা ক্লাবে সাবেক ডিআইজি সফিক উল্লাহ’র লেখা ‘এক পুলিশের ডায়েরি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। আইজিপি একেএম শহীদুল হক জানান, যেসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। বিভাগীয় মামলা হলে আবার তদন্ত হবে। এরপরই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। পুলিশের বিধানে যেভাবে আছে তার মধ্যে থেকেই হচ্ছে। পুলিশ প্রধান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের আগেও ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে তদন্ত নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। অভিযুক্তদের দ্বারা কেউ প্রভাবিত না হতে পারেন। তার জন্য অভিযুক্তদের সাময়িক বরখ্যাস্ত করেছি। অভিজিৎ হত্যাকা-ের বিষয়ে তিনি জানান, যতগুলো ঘটনা ঘটেছে একমাত্র অভিজিৎ কা-ের ঘটনাটি এখনও ডিটেকশন করতে পারিনি। তবে সন্দেহজনকদের ফুটেজ দেখে কিছু লোকের চেহারা চিহ্নিত করেছি। কিন্তু তাদের লোকেশন চিহ্নিত করতে পারিনি। আমাদের চেষ্টা অব্যাহত আছে। একজন গ্রেফতার হলে পুরো ঘটনার রহস্য উন্মোচন হবে। আমরা আশাবাদী। গত বছরে টিএসসি সংলগ্ন এলাকায় বই মেলা থেকে ফেরার পথে সস্ত্রীক হামলার শিকার হন বিজ্ঞান লেখক ও ব্লগার অভিজিৎ রায়। গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। একুশে পদকপ্রাপ্ত ও নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ শাহেদ রেজা প্রমুখ।
×