ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেইলী রোডে পাঁচতলা থেকে ফেলে নিজ শিশু সন্তানকে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৫:৪৫, ২ ফেব্রুয়ারি ২০১৬

বেইলী রোডে পাঁচতলা থেকে ফেলে নিজ শিশু সন্তানকে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রমনায় জন্ম নেয়ার পরপরই নিজ গর্ভজাত ছেলেসন্তানকে পাঁচতলা থেকে ছুড়ে ফেলে হত্যার চেষ্টা করেছেন এক কিশোরী মা। পরে শিশু ও তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই থানার এক স্কুলছাত্রকে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছেন গরুর ফার্মের মালিক। লালবাগে ছয়তলা ভবন থেকে পড়ে এক শিশু গুরুতর আহত হয়েছে। বংশালে জুতার কারখানায় আগুন লেগে দুই শ্রমিক মারাত্মক দগ্ধ হয়েছেন। এদিকে কল্যাণপুর এলাকা থেকে একটি হত্যাচেষ্টা মামলার পলাতক তিন আসামিকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে র‌্যাব। সোমবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জন্ম নেয়ার পরপরই নিজ সন্তানকে পাঁচতলা ভবন থেকে নিচে ছুড়ে ফেলে হত্যার চেষ্টা চালিয়েছেন বিউটি আক্তার (১৬) নামে এক কিশোরী মা। সোমবার সকালে রাজধানীর রমনা থানাধীন বেইলী রোডের একটি এ্যাপার্টমেন্টের পাঁচতলা থেকে ছুড়ে ফেলেন তার ভূমিষ্ঠ ছেলেকে। পরে দুপুরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ পিঠাঘরের অপর পাশের দোতালার কার্নিশ থেকে ওই শিশু সন্তানটি উদ্ধার করে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। আর শিশুর মা বিউটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিউটি আক্তার জানান, তার বাবার নাম আবু বকর প্রামাণিক। গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার নওকর গ্রামে। ৯ বছর ধরে বেইলী রোডের ২৬ নম্বর প্রোপার্টিজ ম্যানশনের পাঁচতলায় আজমল হক ও ফিরোজা হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। বিউটি আরও জানান, ৯-১০ মাস আগে কুমিল্লায় বড় বোন লিপি আক্তারের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে তার বোনের স্বামী নীরব ঘুমের ওষুধ খাইয়ে তাকে ধর্ষণ করেন। পরে তিনি গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু এ কথা তিনি কাউকে জানতে দেননি। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বেইলী রোডের বাসায় তিনি নিজেই ছেলেসন্তান প্রসব করান। প্রসবের পরপরই জানাজানির ভয়ে তিনি সন্তানকে পাঁচতলার ওপর থেকে নিচে ফেলে দেন। বিউটি জানান, সামাজিকভাবে লজ্জা এড়াতেই তিনি তার সন্তানকে ছুড়ে ফেলেছেন। রমনা থানার এসআই আমিনুল ইসলাম জানান, ছুড়ে ফেলার সময় ভূমিষ্ঠ ছেলেসন্তানটি দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে সেখানে গিয়ে ওই শিশুসন্তানকে উদ্ধার করে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। বিউটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহকর্তা আজমল হকের বরাত দিয়ে তিনি জানান, তারা বুঝতেই পারেননি যে বিউটি গর্ভবতী। এমন কোন ধারণাও তাদের ছিল না। গরম পানি ঢেলে ঝলসে দেয়া হয়েছে এক স্কুলছাত্রকে ॥ রাজধানীর রমনা থানার মধুবাগ এলাকায় সাকিব (১০) নামের এক স্কুলছাত্রকে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছেন গরুর ফার্মের মালিক। রবিবার রাতে ওই স্কুলছাত্রকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ স্কুলছাত্রের বাবার নাম মহসিন হাওলাদার। মগবাজার মিরবাগ মধুবাগ এলাকায় ১৫/৪ নম্বর বাসায় সপরিবারে থাকেন। শিশুটি শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে।
×