ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়কে ঝরে গেল ৮ প্রাণ

প্রকাশিত: ০৪:১০, ২ ফেব্রুয়ারি ২০১৬

সড়কে ঝরে গেল ৮ প্রাণ

জনকণ্ঠ ডেস্ক ॥ সোমবার নারী শ্রমিক ও শিশুসহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ছয়জন। আহত হয়েছে ৬১ জন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া নামক স্থানে নসিমন চাপায় নারী শ্রমিক মিনারা (৩০) নিহত হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টায়। জানা গেছে, খন্দকার কলাগাছিয়া গ্রামের সাঈদের স্ত্রী মিনারা ইটভাঙ্গার কাজ করেন। ঘটনার সময় তিনি ইট ভাঙ্গার মেশিন বহনকারী নসিমনে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের কলাগাছিয়া নামক স্থানে তিনি চলন্ত নসিমন থেকে পড়ে যান। পরে ঐ নসিমনের চাকায় পিষ্ট হয়েই তিনি ঘটনাস্থলে মারা যান। রাজশাহী ॥ নগরীর শালবাগান এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে অন্তত ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ শালবাগান এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে সোমবার দুপুরে দাঁড়িয়ে থাকা রিক্সাকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস রাস্তায় উল্টে ঘটনাস্থলেই বাসচালক বাবু (২৮) নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় জিন্নাত, সুমি ও কামালকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার মালিহাতায় বাস-ট্রাক সংঘর্ষে এক জন নিহত ও ১০ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে আসা অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মালিহাতা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক আলম নিহত হয়। এ ঘটনায় ১০ বাসযাত্রী আহত হয়। নিহত ট্রাক চালকের বাড়ি রংপুরের তারাগঞ্জের সরকার পাড়ায়। ঝিনাইদহ ॥ বাসচাপায় অনিক হোসেন (২৫) নামের যুবক নিহত হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক হোসেন ঝিনাইদহ সদর উপজেলার চর খাজুরা গ্রামের বদর উদ্দীনের ছেলে। নেত্রকোনা ॥ সোমবার দুপুরে নেত্রকোনা-আমতলা সড়কের রায়দুমরুহী নামক স্থানে হ্যান্ডট্রলির নিচে চাপা পড়ে কাউসার (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। নিহত কাউসার রায়দুমরুহী নয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। সদর থানার ওসি মাসুদুল আলম জানান, দুপুর দু’টার দিকে শিশুটি আমতলা-নেত্রকোনা সড়কে খেলা করছিল। এ সময় বালু বোঝাই হ্যান্ডট্রলি নেত্রকোনা থেকে আমতলা বাজারের দিকে যাবার সময় তাকে চাপা দেয়। সাভার ॥ ঘন কুয়াশার কারণে সাভারে পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। সোমবার ভোর পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ, সালেহপুর ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ডেইরি গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা ‘ডিপজল’ পরিবহনের নাইট কোচ ভোর পাঁচটার দিকে ঢাকায় আসার সময় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রান্তিক গেটের অদূরে অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে ডিপজল পরিবহনের বাসটি আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে আহত হয় অন্তত ১০ যাত্রী। অপরদিকে ভোরে রাজধানীর গাবতলী থেকে ‘হক এন্টারপ্রাইজ’ এর যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশে রওয়া দেয়। বাসটি তুরাগ এলাকায় ঘন কুয়াশায় কিছু না দেখায় সামনে থেকে আসা লাকড়ি বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি আইলান্ডের সাথে ধাক্কা খেয়ে অন্তত পনেরো জন আহত হয়। একই সময় সালেপুর এলাকায় প্রাইভেট কার ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় অন্তত পাঁচ জন। কুমিল্লা ॥ চৌদ্দগ্রামে বাসচাপায় আবদুর রহিম নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। এ সময় আরও ২ জন সিএনজি যাত্রী আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদুয়া এলাকায় সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আবদুর রহিম (৩০) ঘটনাস্থলে নিহত হয়। জয়পুরহাট ॥ জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি উপজেলার নওদায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গাড়ির চালক বাবু নিহত ও অপর ৫জন গুরুতর আহত হয়। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×