ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃত্তির শর্ত কুমারিত্ব

প্রকাশিত: ০৫:৩৩, ৩১ জানুয়ারি ২০১৬

বৃত্তির শর্ত কুমারিত্ব

স্কুলে স্কলারশিপ বা বৃত্তি পেতে হলে কুমারি থাকতে হবে ছাত্রীকে। এক পৌরসভার এমন আজব নির্দেশিকায় তোলপাড় শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকায়। পড়াশোনার সঙ্গে কুমারিত্ব প্রমাণের সম্পর্ক কী, এ প্রশ্নেই সোচ্চার বিভিন্ন মহল। খবর ইন্ডিয়া টাইমসের। পূর্ব নাটালের উথুকেলা পৌরসভা ঘোষণা করেছে, ১৬ কুমারী ছাত্রীকে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ‘মেইডেন বার্সারি এ্যাওয়ার্ড’ দেয়া হবে। দুটি কুমারিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই বৃত্তির জন্য আবেদন করা যাবে। আবেদনকারী এক ছাত্রী জানিয়েছে, ‘ওরা যৌনাঙ্গ দেখে এ পরীক্ষা করে। তবে যৌনাঙ্গে কিছু প্রবেশ করানো হয় না।’ উথুকোলা পৌরসভার মুখপাত্র জাবুলানি খোঞ্জার দাবি, মেয়েরা যাতে নিজেরা পবিত্র থেকে এবং যৌনকর্মে লিপ্ত না হয়ে শুধুমাত্র পড়াশোনাতেই মনোনিবেশ করে সেজন্যই এ অনুদানের ব্যবস্থা করা হয়েছে। যাদের এ অনুদান দেয়া হবে, তারা প্রত্যেক ছুটি থেকে ফেরার পরই তাদের কুমারিত্বের পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছেন খোঞ্জা। এ নির্দেশিকার প্রতিবাদে সোচ্চার সমাজকর্মীরা। তাদের দাবি, যৌনক্রিয়া আর শিক্ষার সঙ্গে কোন সম্পর্ক নেই। দক্ষিণ আফ্রিকার নারী কল্যাণ বিভাগের মুখপাত্র শার্লট লোবও জানিয়েছেন, মহিলাদের অধিকার খর্ব করে এমন কোন কিছুকেই আমরা সমর্থন করি না। এ ঘটনা সত্যি হলে অবিলম্বে আমরা ওই পৌরসভাকে এ নির্দেশিকা বাতিলের নির্দেশ দেব।
×