ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

প্রকাশিত: ০৩:৪৫, ২৮ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় গাজীপুরে শিশুছাত্র, গাইবান্ধায় ট্রাক্টর চালক ও নাটোরে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অপরদিকে দিনাজপুরে নৈশকোচ খাদে পড়ে ২২ যাত্রী আহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে বুধবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম নিরব (৭)। সে শ্রীপুরের ফুলানিরসীট এলাকার আবুল ফয়েজের ছেলে এবং বারতোপা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার দিনাজপুর-ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ী ইউনিয়নের বোকদহ কলোনি এলাকায় মঙ্গলবার রাতে ট্রাকের ধাক্কায় মোঃ সিরাজুল ইসলাম (৩০) নামে এক ট্রাক্টর (মহেন্দ্র) ড্রাইভার নিহত হয়েছে। নাটোর ॥ নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় মনির হোসেন (৩২) নামে মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে। দিনাজপুর ॥ দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পূর্ব বাজিতপুরে নির্মাণাধীন ব্রিজের ব্যারিকেড ভেঙ্গে বুধবার ভোর ৬টায় দিনাজপুরগামী নৈশকোচ ব্রিজের নিচে পড়ে যায়। এ সময় ২২ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে মজনু মিয়া (৫৬) ও বাবুল শেখ (৫০) নামের দুই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী কেয়া পরিবহন নৈশকোচটি দ্রুতগতিতে নির্মাণাধীন ব্রিজের ব্যারিকেড ভেঙ্গে খাদে পড়ে যায়। প্রচ- শব্দে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে পাঠান। কোচটিতে প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিল। যাত্রীরা জানান, কোচের চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ডিজিটাল মেলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বুধবার সকালে শহরের কালেক্টরেট ময়দানে জাঁকজমকপূর্ণ এই মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও শিক্ষালয়সহ সরকারী-বেসরকারী ৪৬টি প্রতিষ্ঠান প্রযুক্তির নানা পসরা নিয়ে স্টল নিয়ে বসেছে। প্রযুক্তির নানা উদ্ভাবন এবং সুবিধা জানতে ভিড় মেলা প্রাঙ্গণে। এডিসি মোহাঃ হারুন অর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান, অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, পিপি আব্দুল মতিন, রাজনীতিক জামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু ও প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। স্কুলে ওজন মাপার যন্ত্র মুন্সীগঞ্জের ৮০টি প্রাথমিক বিদ্যালয়ে ওজন মাপার যন্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে শহরের সদর উপজেলা মিলনায়তনে এ যন্ত্রগুলো বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সারাবান তাহুরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেনÑ উপজেলা প্রকৌশলী এসকে আরিফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মতিন, মোঃ আকরাম ও শিরিন আক্তার প্রমুখ। বিশ্বসাহিত্য কেন্দ্রকে বই দিল বিকাশ স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত বই পড়া কর্মসূচী ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এ সহায়তা প্রদানের উদ্দেশে বিশ্বসাহিত্য কেন্দ্রকে ৩৫ হাজার বই প্রদান করছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এ কর্মসূচীর আওতায় আজ বিশ্বসাহিত্য কেন্দ্র, বিকাশের সহযোগিতায় রাজধানীর বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজে বই পড়া কর্মসূচীর উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য স্কুলেও এ কর্মসূচী চালু করা হবে। বিকাশ হতে প্রাপ্ত এ বই ৪০০টি স্কুলে ৩০ হাজার শিক্ষার্থীর কাছে পৌঁছে দেয়া হবে। এ বই পড়া কর্মসূচী ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত হবে। এ কর্মসুচীর আওতায় একজন শিক্ষার্থী বছরে ১২ থেকে ১৬ বই পড়ার সুযোগ পাবে। ২০১৪ সাল থেকেই বিকাশ এ বই পড়া কর্মসূচীতে সম্পৃক্ত রয়েছে। বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক নুরুল ইসলাম বই পড়া কর্মসূচীর উদ্বোধন করেন। বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে অনুদানের বইগুলো তুলে দেন। -বিজ্ঞপ্তি।
×