ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

খালেদাকে ভয় পায় বলেই রাষ্ট্রদ্রোহ মামলা ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:১০, ২৭ জানুয়ারি ২০১৬

খালেদাকে ভয় পায় বলেই রাষ্ট্রদ্রোহ মামলা ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ খালেদা জিয়াকে বর্তমান সরকার ভয় পায় বলেই তাকে রাজনীতি থেকে দূরে রাখতে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়ার ২১ ডিসেম্বর প্রদত্ত বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে এমন কোনও বক্তব্যের লেশমাত্র নেই। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, এ মামলা সরকারের ভয়াবহ চক্রান্ত এবং সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে হীন উদ্দেশপ্রণোদিত। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে খালেদা জিয়ার নামে এ মামলা দিয়েছে। তাই আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ফখরুল বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মর্যাদা সংরক্ষণ এবং তাদের পরিবারবর্গ ও সন্তানদের সার্বিক কল্যাণের ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যা অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেও করেনি। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনায় জিয়াউর রহমানের প্রকল্প গ্রহণ ছাড়াও খালেদা জিয়ার সরকার সারাদেশে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সংরক্ষণ করতে স্মৃতিস্থাপনা নির্মাণ করেছিলেন । সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট আহমেদ আজম খান, দলের যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
×