ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৪:৩১, ২৭ জানুয়ারি ২০১৬

জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার

“জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ভূ-গর্ভস্থ পানিস্তরে লবণাক্ততার অনুপ্রবেশ চিহ্নিতকরণে স্থায়ী পর্যবেক্ষণ নেটওয়ার্ক স্থাপন ও গাণিতিক মডেল সমীক্ষা” শীর্ষক প্রকল্পের সমীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল এবং প্রকল্পের কর্মকা- বিষয়ে ২৪ জানুয়ারি রাজধানীর মহাখালীর জলবায়ু ট্রাস্ট মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, বীর-প্রতীক, এমপি। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুল করিম। সভাপতিত্ব করেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব ড. জ্ঞান রঞ্জন শিল। সেমিনারে প্রকল্পের কার্যক্রম, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও ফলাফল এবং করণীয় বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক (গ্রাউন্ডওয়াটার হাইড্রোলজি) ড. আনোয়ার জাহিদ। গাণিতিক মডেল সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের উপ-নির্বাহী পরিচালক ড. আ ফ ম আফজাল হোসেন, এবং সিনিয়র বিশেষজ্ঞ গৌতম চন্দ্র মৃধা। Ñবিজ্ঞপ্তি এইউবিতে প্রাচীন মুদ্রামেলা এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগ প্রাচীন মুদ্রা মেলার আয়োজন করে। মুদ্রা সংগ্রাহক নুরুল ইসলামের সংগৃহীত মুদ্রা এবং প্রতিটি মুদ্রার ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থাপন করা হয় এ মেলায়। মেলাটি উদ্বোধন করেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। উপাচার্য মুদ্রা সংগ্রাহক নুরুল ইসলামকে অভিনন্দন জানান তার এ বিশাল এবং অমূল্য সংগ্রহের জন্য। -বিজ্ঞপ্তি ভূমিকম্প বিষয়ক মহড়া নিজস্ব সংবাদদাতা, নড়াইল ২৬ জানুয়ারি ॥ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হতে জানমালের রক্ষায় আগাম প্রস্তুতি হিসেবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে শিক্ষার্থীদের নিয়ে মহড়ার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের আয়োজনে নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আমিরুল ইসলাম, আমিনুল ইসলাম টুকু, মোঃ আমিনুল হক, প্রধান শিক্ষিকা মনিরা সুলতানাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাল্যবিয়ে বন্ধে শপথ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ উলিপুর উপজেলার থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থেতরাই ইউনিয়নের চেয়ারম্যান এম রুহুল আমিন বকসী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের (অব) পরিচালক এমএ মতিন, সিআরডিভি প্রকল্প সমন্বয়কারী ইসফাতুল কবীর প্রমুখ। প্রতিবাদ গত ১০ জানুয়ারি দৈনিক জনকণ্ঠে ‘কালিয়ায় পৌর নির্বাচনের আগে-পরে অবরুদ্ধ সংখ্যালঘুরা, লাখ লাখ টাকা চাঁদাবাজি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সদস্য সমাপ্ত কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা। তিনি বলেন, পরিবেশিত সংবাদটি মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
×