ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবাদার দুরন্ত বোলিং, সেঞ্চুরিয়ন টেস্টে ২৮০ রানে হার ইংল্যান্ডের

প্রোটিয়াদের সান্তনার জয়

প্রকাশিত: ০৪:২১, ২৭ জানুয়ারি ২০১৬

প্রোটিয়াদের সান্তনার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ পেসার কাগিসো রাবাদার রেকর্ড গড়া বোলিংয়ে ভর করে সেঞ্চুরিয়ন টেস্টে সান্ত¡নার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা ইংল্যান্ডকে হারিয়েছে ২৮০ রানের বড় ব্যবধানে। প্রথম ইনিংসে ৪৭৫ রানে অলআউট দ. আফ্রিকা ৫ উইকেটে ২৪৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য ৩৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৪.৪ ওভারে ১০১ রানে অলআউট হয় সফরকারী ইংলিশরা। প্রথম ইনিংসে যাদের সংগ্রহ ছিল ৩৪২ রান। ১৩/১৪৪ দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন তরুণ রাবাদা। প্রথম দুই টেস্টে টানা জয় পায় ইংল্যান্ড। দ্বিতীয়টি ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই ‘বাসিল ডি’অলিভিয়েরা ট্রফি’ (সিরিজ) নিশ্চিত করে এ্যালিস্টার কুকের দল। চতুর্থ ও শেষ মাচে সান্ত¡নার এ জয়ে কেবল সিরিজে হারের ব্যবধান (২-১) কমাল র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল দ. আফ্রিকা। ৩ উইকেটে ৫২ রান নিয়ে শেষ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ইংল্যান্ড। সারাদিন ৯০ ওভার টিকে থেকে ম্যাচ বাঁচাতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো অতিথি ব্যাটসম্যানদের। সেখানে উল্টো কাগিসো রাবাদার বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে এ্যালিস্টার কুকদের ব্যাটিং লাইনআপ। কাল ১৩.৪ ওভারের মধ্যে আর ৪৯ রান যোগ করতে অলআউট হয় ইংল্যান্ড। রাবাদা-মরনে মরকেল ঝড়ে খড়কুটোর মতো উড়ে যায় ইংলিশরা। সর্বোচ্চ ২৪ রান এসেছে জেমস টেইলরের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ জো রুটের ২০। এছাড়া তিন অঙ্ক ছুঁতে পেরেছেন জনি বেয়ারস্টো (১৪), বেন স্টোকস (১০) ও মঈন আলি (১০*)। এবার আরও ভয়ঙ্কর রাবাদা। ১০.৪ ওভারে মাত্র ৩২ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট! প্রথম ইনিংসে ৭ শিকারের জন্য যার খরচ ১১২ (ওয়াকার ইউনুসের পর কম বয়সে ইনিংসে দ্বিতীয় সেরা বোলিং)। সব মিলিয়ে ১৪৪ রান দিয়ে ম্যাচে তার শিকার সংখ্যা ১৩। মেডেন ৮টি। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড এটি। দেশটির হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড আরেক কৃঞ্চাঙ্গ তারকা মাখায়া এনটিনির। ২০০৫ সালে পোর্ট অ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩২ রান দিয়ে ১৩ উইকেট নিয়েছিলেন গ্রেট এই পেসার। সমান শিকারে মাত্র ১২টি রান বেশি দেয়ায় একটুর জন্য সেই রেকর্ড ভাঙ্গতে পারেননি রাবাদা। তাতে কি, দলকে জিতিয়েছেন কঠিন সময়ে। যখন ভারত সফরে নাস্তানাবুদ হয়ে আসার পর ঘরের মাটিতে জয়হীন সিরিজ খোয়ানোর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে সেরা বোলিংয়ের নজির স্থাপন করেছেন রাবাদা। মাত্র ২০ বছর বয়সে দেশটির হয়ে ম্যাচে ১৩ উইকেট নেয়ার ‘বিরল’ রেকর্ডও গড়েছেন তিনি। কেবল দক্ষিণ আফ্রিকা নয়, এর চেয়ে কম বয়সে পৃথিবীর আর কোন পেসারই এত উইকেট নিতে পারেননি। এর আগে প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৪৭৫ রানের বড় স্কোরের রূপকার তিন সেঞ্চুরিয়ান স্টিফেন কুক (১১৫), হাসিম আমলা (১০৯) ও কুইন্টন ডি’কক (১২৯*)। জবাবে অধিনায়ক এ্যালিস্টার কুক (৭৬), জো রুট (৭৬) ও মঈন আলির (৬১) হাফ সেঞ্চুরির সৌজন্যে ৩৪২ রান করে ইংল্যান্ড।
×