ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সেমি নিশ্চিত করার লড়াই বার্সিলোনার

প্রকাশিত: ০৪:১৯, ২৭ জানুয়ারি ২০১৬

সেমি নিশ্চিত করার লড়াই বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলে আজ রাতে মাঠে নামছে বার্সিলোনা। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠ ন্যুক্যাম্পে এ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে খেলবে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম লেগে বিলবাওয়ের মাঠে ২-১ গোলে জিতে আসায় শেষ চারে খেলার দৌড়ে এগিয়ে আছে বার্সা। নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। শেষ আটের ফিরতি লেগে আজ রাতে আরও মুখোমুখি হচ্ছে লাস পালমাস-ভ্যালেন্সিয়া, মিরান্ডেস-সেভিয়া ও এ্যাটলেটিকো মাদ্রিদ-সেল্টা ভিগো। বিলবাওয়ের বিরুদ্ধে সর্বশেষ তিন ম্যাচেই জয় পেয়েছে বার্সিলোনা। কোপা ডেল রে’র প্রথম লেগে জয় ছিল ২-১ গোলের। এর আগে ১৭ জানুয়ারি লা লিগার ম্যাচে ৬-০ গোলের বিশাল জয় পায় কাতালানরা। তার আগের ম্যাচে বার্সার জয় ১-০ গোলে। ২০১৫ সালের ১৭ আগস্টের ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। একই বছরের ১৪ আগস্ট বার্সাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বিলবাও। এই দুই ম্যাচের ধাক্কা ভালভাবেই সামলে উঠেছে বার্সা। এরপরও আত্মতৃপ্তিতে ভুগছে না দলটি। বার্সা কোচ লুইস এনরিকে সমীহ করছেন বিলবাওকে। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে অবশ্য ইনজুরি নিয়ে কিছুটা চিন্তিত বার্সা। ম্যাচটিতে নাও খেলতে পারেন সার্জিও বসকুয়েটস ও আরডা টুরান। অসুস্থতা জনিত কারণে সোমবার বার্সিলোনার হয়ে অনুশীলন করা থেকে বিরত থাকেন দলের নির্ভরযোগ্য এই দুই মিডফিল্ডার। আজকের ম্যাচটির পর শনিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। ফিটনেস সমস্যা থাকায় প্রথম লেগের ম্যাচে দলের বাইরে ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সুয়ারেজ ফিরলেও মেসি খেলবেন কিনা সেটা নিশ্চিত নয়। অবশ্য খেলার সম্ভাবনা বেশি বলেই জানা গেছে। গত মৌসুমের ফাইনালে বিলবাওকে হারিয়েই শিরোপা উল্লাসে মেতে উঠেছিল বার্সা। তবে এবার শেষ আট থেকেই দু’দলের কাউকে বিদায় নিতে হচ্ছে। প্রথম লেগের ম্যাচে প্রধান তারকা মেসি ও সুয়ারেজকে ছাড়াই জয় পায় বার্সা। আর তাতেই সেমিফাইনালের কাছাকাছি পৌঁছে গেছে বার্সিলোনা। ওই ম্যাচে মেসি-সুয়ারেজ না থাকলেও আলো ছড়ান নেইমার। ব্রাজিলিয়ান অধিনায়ক একটি গোল করা ছাড়াও পুরো ম্যাচে ছিলেন অপ্রতিরোধ্য। তরুণ ফরোয়ার্ড মুনির আল হাদ্দাদিও এক গোল করে নিজেকে আরেকবার প্রমাণ করেন। ম্যাচটির পর নেইমার বলেন, শেষ দিকে এক গোল হজম করা ঠিক হয়নি আমাদের। তবে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। গোলটি লড়াই জটিল করে দিতে পারে। এখন আমাদের ফিরতি লেগ জিততে হবে। তিনি আরও বলেন, ম্যাচের ফল নির্ধারণ করে দেয়ার মতো খেলোয়াড় নিয়ে বিলবাও একটি ভাল দল। আমাদের দ্বিতীয়ত অবশ্যই সতর্ক থাকতে হবে। আর কোচ লুইস এনরিকে বলেন, আমরা আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু বুধবারের ম্যাচটি আকর্ষণীয় হবে। এদিকে সতীর্থ সুয়ারেজের জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েও মজা করতে ছাড়েননি নেইমার। তাকে ‘মোটা’ হিসেবে অভিহিত করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। ২৪ জানুয়ারি ছিল উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজের ২৯তম জন্মদিন। বন্ধু ও সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সুয়ারেজের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন নেইমার। ছবির নিচে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন মোটা। তুমি দারুণ খেলোয়াড় এবং তারচেয়েও ভাল একজন মানুষ। আমি তোমাকে সম্মান করি।’
×