ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে দরিদ্র নারীদের বিনামূল্যে ক্যান্সার পরীক্ষা করা হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৪, ২৫ জানুয়ারি ২০১৬

বিজয়ের মাসে দরিদ্র নারীদের বিনামূল্যে ক্যান্সার পরীক্ষা করা হবে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবছর বিজয়ের মাসে সারা দেশের দরিদ্র নারীদের বিনামূল্যে স্তন ক্যান্সার ও জরায়ুমুখে ক্যান্সারের পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধের জন্যই এই সপ্তাহ পালন করা হবে। দেশে এ রোগের সুচিকিৎসা রয়েছে। তবে ক্যান্সার প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। শুধু রাজধানীর মানুষকে সচেতন করলে হবে না, সারাদেশের মানুষকে সচেতন করতে হবে। রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্তন ক্যান্সার এবং জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদফতরের ডিজি অধ্যাপক ডা. দীন মোঃ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আর্জেন্টিনা মেটাভিল পিসিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ নাসিম সাংবাদিক আলতাফ মাহামুদ এবং আওয়ামী লীগ নেতা এম এ আজিজের রুহের মাগফিতার কামনা করেন। এসডিজি অর্জনে দাতাদের আরও সহায়তা চাইলেন ॥ স্বাস্থ্যমন্ত্রী স্টাফ রিপোর্টার ॥ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে স্বাস্থ্য খাতে দাতা সংস্থার সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম। তিনি বলেন, স্বাস্থ্য খাতের মানোন্নয়নে আমরা বিশ্বব্যাংকসহ দাতা সংস্থার আরও সহায়তা চাই। স্বাস্থ্যখাতে দাতাদের দেয়া অর্থ নিয়ে কোন দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। দাতাদের সহযোগিতা ও সরকারের বরাদ্দ এক করে স্বাস্থ্য খাত এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রবিবার রাজধানীর হোটেল লেকশোরে বিশ্ব ব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান। স্বাস্থ্য খাতে বৈশি^ক অর্থায়ন নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, কানাডার রাষ্ট্রদূত হেদার ক্রুডেন, ওয়াশিংটন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক পরিচালক টিম ইভান্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন পারানিথারন, ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন ড. আহমদ মোস্তাক রাজা চৌধুরী প্রমুখ।
×