ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অস্কার বয়কট করলেন উইল স্মিথ

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ জানুয়ারি ২০১৬

অস্কার বয়কট করলেন উইল স্মিথ

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব চলচ্চিত্রের মূল্যায়নের সবচেয়ে বড় আয়োজন একাডেমি এ্যাওয়ার্ডের এবারের আসরের মনোনয়নেও দেখা গেছে সাদাদের আধিপত্য। একটি মনোনয়নও জোটেনি ভিন্ন বর্ণের শিল্পীর কপালে। প্রতিবাদস্বরূপ ইতোমধ্যেই কয়েকজন কৃষ্ণাঙ্গ অভিনেতা এবারের অস্কার বয়কট করার ঘোষণা দিয়েছেন। সেই দলে সম্প্রতি নাম লেখালেন দুইবার অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। দ্বিতীয়বারের মতো শুধু শ্বেতাঙ্গ শিল্পীদের মনোনীত করেছে মোশন পিকচার আর্টস এ্যান্ড সায়েন্স পরিষদ। ২০টি বিভাগের একটিতেও কোন ভিন্ন বর্ণের শিল্পীর স্থান হয়নি। মনোনয়ন প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে ব্যাপক হৈ চৈ শুরু হয়। এবারের মনোনয়ন তালিকাকে বর্ণবাদী বলেও আখ্যা দিয়েছেন কেউ কেউ। বলা হচ্ছেÑ মার্কিন চলচ্চিত্রাঙ্গনের সর্বোচ্চ এ সম্মাননা থেকে নিজেদের বঞ্চিত মনে করছেন ভিন্ন বর্ণের শিল্পীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ভাসছে ‘অস্কারসোওয়াইট’ হ্যাশট্যাগের জোয়ারে। পরিচালক স্পাইক লিসহ অস্কার বয়কটকারী তারকাদের দলে আগেই নাম লিখিয়েছিলেন উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথ। এবার স্ত্রীর দেখানো পথে পা বাড়ালেন উইল স্মিথও। ক্যারিয়ারে দুইবার অস্কার মনোনয়ন পাওয়া উইলের তার নতুন চলচ্চিত্র ‘কনকাশন’-এর জন্য মনোনয়ন না পাওয়ার বিষয়টি পক্ষপাতিত্ব হিসেবেই দেখছেন অনেকে। উইলের ভাষ্যেÑ বর্ণবৈচিত্র্য মার্কিন সমাজের অন্যতম বড় সম্পদ আর চলচিত্রাঙ্গনেও তার প্রতিফলন হওয়া উচিত। গুডমর্নিং আমেরিকা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, এ মনোনয়ন একাডেমির ভাবমূর্তিকে প্রতিনিধিত্ব করে। একাডেমি প্রতিনিধিত্ব করে হলিউডের, আর হলিউড প্রতিফলন ঘটায় গোটা আমেরিকার। এ ধরনের বৈষম্য, বর্ণবাদ এবং সামাজিক ভেদাভেদ কখনও কোন সুফল বয়ে আনে না। ২০১২ সালে ‘টুয়েলভ ইয়ার্স এ সেøভ’ চলচ্চিত্রে অভিনয় করে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন মেক্সিকান-কেনিয়ান অভিনেত্রী লুপিতা নিয়ঙ্গ। ইন্সটাগ্রামে সম্প্রতি প্রতিবাদ জানান তিনিও। হলিউড সামনের দিকে এগিয়ে যাওয়ার বদলে আরও পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অভিনেতা জর্জ ক্লুনি। ওদিকে ভ্যারাইটি ম্যাগাজিন বলছে, মনোনয়ন নিয়ে সমালোচনা হওয়ার পর পুরো বিষয়টি আবার বিবেচনা করতে শীঘ্রই বসবে একাডেমি পরিষদ।
×