ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্মিত হলো টেলিফিল্ম ‘তারকাঁটায় ভালোবাসা’

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ জানুয়ারি ২০১৬

নির্মিত হলো টেলিফিল্ম ‘তারকাঁটায় ভালোবাসা’

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদের পরিচালনায় সম্প্রতি নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘তারকাঁটায় ভালোবাসা’। টেলিফিল্মটি রচনা করেছেন রিয়েলিটি শো ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগী অভিনেত্রী দোলন দে। টেলিফিল্মের প্রধান নারী চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। তার সঙ্গে আরও অভিনয় করেছেন সজল, মাহমুদুল ইসলাম মিঠু, সুস্মি, ওয়াসিম যুবরাজ প্রমুখ। রাজধানীর উত্তরা, জাপান গার্ডেন সিটি, টোকিও স্কয়ার মার্কেট এলাকায় টেলিফিল্মের দৃশ্যধারণ করা হয়। টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘তারকাঁটায় ভালোবাসা’ একটা কর্পোরেট অফিসের গল্প। একটা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে নিয়ে এর গল্প এগিয়ে গেছে। এর গল্পে দেখা যাবে একজন মুডি স্বভাবের মেয়ে তানিশা। একদিন এই কর্পোরেট অফিসটিতে একটি যৌথ প্রজেক্টের কাজ নিয়ে আসেন অন্য এক কর্পোরেট অফিসের ব্যবস্থাপক জায়েদ। এই প্রজেক্টটিতে যৌথভাবে কাজ করতে গিয়ে দু’জনের মধ্যে ভাল বোঝাপড়া গড়ে উঠে। এভাবেই এগিয়েছে ‘তারকাঁটায় ভালোবাসা’ টেলিফিল্মের কাহিনী। এ প্রসঙ্গে অভিনেতা সজল বলেন, গতানুগতিক গল্পের চেয়ে ভিন্নধর্মী রহস্যময় এক মেয়ের গল্প এটি। প্রতিটি দৃশ্যে একটি করে টুইস্ট রয়েছে। যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। কাজটি করে আমার বেশ ভাল লেগেছে আশা করি টেলিফিল্মটি দর্শকদেরও ভাল লাগবে। ‘তারকাঁটায় ভালোবাসা’ প্রসঙ্গে রচয়িতা ও অভিনেত্রী দোলন দে বলেন, গল্পটি এই শহরের একা একটি মধ্যবিত্ত শ্রেণীর সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। এই অসাধারণ হয়ে ওঠার পেছনে তাঁর কোন সঙ্গী সাথী থাকে না। মেয়েটি অনেক উত্থান পতনের ভেতর দিয়ে নিজেই একসময় একটি প্রতিষ্ঠানের মালিক হয়ে ওঠে। ভীষণ মুডি স্বভাবের মেয়েটি বিভিন্ন পরিস্থিতিতে পাল্টে যেতে বাধ্য হয়। টেলিফিল্মটি আমি নিজে লিখেছি। দর্শকের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও লিখব। টেলিফিল্মটি শিগগিরই যে কোন একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে।
×