ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করলেন সোহেল তাজ

প্রকাশিত: ০৭:৩৮, ২৪ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে দেখা করলেন সোহেল তাজ

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। শনিবার রাতে হঠাৎ করেই গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। সাক্ষাতকালে তারা কুশলাদি বিনিময় ও পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা বলেন। খবর সংশ্লিষ্ট সূত্রের। জানা গেছে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজকে কাছে পেয়ে প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরেন। ওই সময় প্রধানমন্ত্রীর আন্তরিক স্নেহে আবেগাপ্লুত হয়ে পড়েন সোহেল তাজ। শেখ হাসিনা নুডুলস খাইয়ে তাকে আপ্যায়িত করেন। সোহেল তাজের সঙ্গে তার দু’বোন সিমিন হোসেন রিমি এমপি ও মেহজাবিন আহমদ মিমি উপস্থিত ছিলেন। শহীদ তাজউদ্দীন আহমদের পরিবার সূত্রে জানা গেছে, সাক্ষাতকারটি ছিল সম্পূর্ণ সৌজন্য ও পারিবারিক। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে শহীদ তাজউদ্দীন আহমদ ফাউন্ডেশনের বিষয়ে কথা বলেন তারা। এ সময় পারিবারিক বিষয়সহ নানা ইস্যু তাদের আলোচনায় উঠে আসে। দীর্ঘদিন পর দেশে ফেরায় সোহেল তাজ প্রধানমন্ত্রীকে সালাম করে দোয়া কামনা করেন। প্রধানমন্ত্রী তার পরিবারের সকল সদস্যের খোঁজখবর নেন এবং ফাউন্ডেশনের ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। দীর্ঘসময় প্রধানমন্ত্রীর পারিবারিক সান্নিধ্যে থাকার পর রাতেই তারা বাসায় ফিরে যান। প্রসঙ্গত, সোহেল তাজ ২০০৯ সালে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর তিনি সংসদ সদস্য (এমপি) পদ থেকেও সরে দাঁড়ান। আওয়ামী লীগ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে বিপুলভাবে বিজয় লাভ করার পর ২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। এর পাঁচ মাসের মাথায় ২০০৯ সালেই তিনি পদত্যাগ করেন।
×