ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট

প্রকাশিত: ০৪:৪৪, ২৪ জানুয়ারি ২০১৬

শুরু হচ্ছে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে (ইউল্যাব) নবম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনের ঘোষণা দিয়েছে গতকাল এক সংবাদ সন্মেলনে। প্রতিযোগিতাটি শুরু হচ্ছে আজ থেকে। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এবারে অংশগ্রহণ করবে ১২টি বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং আয়োজক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ। বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অনুষ্ঠিত একমাত্র ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ইউল্যাব ফেয়ার প্লে কাপ ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। প্রতিযোগিতাটিতে সব রকম কারিগরি সহায়তা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিযোগিতায় ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে আয়োজিত হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। ইউল্যাব আশা করে, এ উদ্যোগটি তরুণদের মাঝে পেশাদারী ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে। বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ইউল্যাবের মানসম্পন্ন খেলার মাঠ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত ক্রীড়া চর্চার সুযোগ পায়। ২০০৬ সাল থেকে প্রতি বছর সফলতার সাথে ফেয়ার প্লে কাপ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিযোগিতাটি সম্পর্কে বক্তব্য রাখেন ইউল্যাবের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), বিশ্ববিদ্যালয়টির কম্যুনিকেশন ও স্টুডেন্ট এ্যাফেয়ার্সের উপদেষ্টা জুদিথা ওলমাখের, ইউল্যাব ক্রিকেট দলের কোচ শেখ মামুন এবং ইউল্যাব ক্রিকেট দলের অধিনায়ক মো. হাসানুজ্জামান। পুরো প্রতিযোগিতায় ২০টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ প্রতিযোগিতার প্রথম খেলা অনুষ্ঠিত হবে ইউল্যাব ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মধ্যে। তিন সেঞ্চুরিতে দ. আফ্রিকার বড় সংগ্রহ সেঞ্চুরিয়ন টেস্ট স্পোর্টস রিপোর্টার ॥ হাশিম আমলা, স্টিফেন কুকের পর সেঞ্চুরি পেয়েছেন কুইন্টন ডি’ককও। তিন সেঞ্চুরির ওপর ভর করে সেঞ্চুরিয়নে চার ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪৭৫ রানের বড় স্কোর গড়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে দ্বিতীয় দিন রাতে এ রিপোর্ট লেখার সময় ২৪ ওভারে ২ উইকেটে সফরকারী ইংল্যান্ডের সংগ্রহ ৭৮ রান। উল্লেখ্য, ইতোমধ্যে ২-০তে সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা। সিরিজে ব্যবধান কমানোর লড়াইয়ে শুরু থেকেই চমৎকার ব্যাটিং করে প্রোটিয়ারা। যেখানে নেতৃত্ব দেন আমলা, কুক ও ডি’কক। সদ্য সাবেক হওয়া অধিনায়ক আমলা ১০৯, অভিষিক্ত কুক ১১৫ ও ডি’কক খেলেন অপরাজিত ১২৯ রানের ইনিংস। কাল শেষদিকে তরুণ ডি’ককের ইনিংসটি ছিল দুর্দান্ত। ওয়ানডে স্টাইলে মাত্র ১২৮ বল মোকাবিলায় ১৭টি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। অষ্টম টেস্টে এটি তার প্রথম সেঞ্চুরি। অতিথিদের হয়ে সফল পেসার বেন স্টোকস ৪, অপর পেসার স্টুয়ার্ট ব্রড ও স্পিনার মঈন আলি নেন ২টি করে উইকেট। জবাবে ৭৮ রানে দুই উইকেট হারায় ইংল্যান্ড। ১৫ ও ১৯ রান করা এ্যালেক্স হেলস ও নিক কম্পটনকে সাজঘরে ফেরান স্বাগতিক পেসার কাগিসো রাবাদা। ব্যাট হাতে অধিনায়ক এ্যালিস্টার কুকের সঙ্গে ছিলেন তুখোড় জো রুট।
×