ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কানাডায় দুই ভাইকে মেরে বিদ্যালয়ে গুলি, নিহত ৪

প্রকাশিত: ০৪:০৬, ২৪ জানুয়ারি ২০১৬

কানাডায় দুই ভাইকে মেরে বিদ্যালয়ে গুলি, নিহত ৪

কানাডার সাসকাচেওয়ান প্রদেশের লা লোচে শহরে শুক্রবার এক বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। পারিবারিক বিরোধের জের ধরে এক বন্দুকধারী নিজের ঘরে দুই ভাইকে মারার পর কাছের বিদ্যালয়ে গিয়ে এলোপাতাড়ি গুলি চালান । বিদ্যালয়ে গুলিতে এক নারী শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। খবর বিবিসি ও এএফপির। স্থানীয় সময় দুপুর ১টার দিকে সাস্কেটন শহরের ৬শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত লা লোচে শহরের একটি কমিউনিটি স্কুলে গুলির খবর পাওয়া যায়। হামলার পর পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয় ভবনের বাইরে থেকে বন্দুকসহ ওই হামলাকারীকে গ্রেফতার করে। লা লোচে শহরের ভারপ্রাপ্ত মেয়র কেভিন জেনভিয়ার বলেন, হামলাকারী স্কুলে ঢোকার আগে নিজের বাসায় ছোট দুই ভাইকে হত্যা করেছে বলে পুলিশ তাকে জানিয়েছে। নিহতদের মধ্যে নিজের ২৩ বছর বয়সী মেয়ে মেরি রয়েছেন বলে জানান মেয়র। তিনি বিদ্যালয়টির শিক্ষক ছিলেন। পুলিশ হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেনি। মেয়র বলেন, হামলাকারীর সঙ্গে তার মেয়ের পরিচয় ছিল কি না, তা তিনি জানেন না। ঘরে শুরু হওয়া কোন বিবাদের প্রতিক্রিয়ায় এ বন্দুক হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন মেয়র কেভিন। কী ঘটেছে সে সম্বন্ধে আমি শতভাগ নিশ্চিত নই। কিন্তু এটা শুরু হয়েছিল ঘরে আর এর শেষ হয় স্কুলে। শহর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনার পর আহতদের চিকিৎসাসেবা দিতে কিওয়াতিন ইয়াত্তে ১৬ শয্যাবিশিষ্ট হাসপাতালে অতিরিক্ত ডাক্তার ও নার্স পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছে তা জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। লা লোচে কমিউনিটি স্কুলের শিক্ষার্থী নোয়েল দেজার্লেইস কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (সিবিসি) ঘটনার সময় কয়েক দফা গুলির শব্দের কথা বলেন। তিনি বলেন, আমি দৌড়ে বের হয়ে আসি। এর আগেই আমি ৬-৭টা গুলির শব্দ শুনি। অনেকেই তখন চিৎকার করছিল। আমার বিশ্বাস এর পরও আরও কয়েক দফা গুলি হয়েছে। ওই স্কুলে মোট ৯শ’ শিক্ষার্থী আছে। সিবিসিতে প্রচারিত এক টেলিভিশন ফুটেজে দেখা গেছে, হামলার পর স্কুলের শিক্ষার্থীরা বরফ আচ্ছাদিত মাঠের দিক দৌড় দিচ্ছে। শহরের একজন অধিবাসী মোবাইলে ওই ভিডিও ধারণ করে। ঘটনার পরপরই শোক জানিয়েছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
×