ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

’৪১ সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব ॥ কামরুল

প্রকাশিত: ০৮:১৭, ২৩ জানুয়ারি ২০১৬

’৪১ সালের মধ্যে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব ॥ কামরুল

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২২ জানুয়ারি ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমরা আবার স্বপ্ন দেখা শুরু করেছি। সমুদ্র বিজয় আমাদের সেই স্বপ্নকে নিয়ে গেছে সাফল্যের শিখরে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশ এগিয়েছে। আজ আমরা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিদ্যুত উৎপাদনে সফল। আমাদের এ অগ্রযাত্রাকে রুখতে স্বাধীনতাবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত। তাই দেশবিরোধীদের প্রতিরোধে সকলকে হতে হবে অতন্দ্র প্রহরী। সবাই মিলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুললে ২০৪১ সালে আমরা পরিণত হব বিশ্বের উন্নত রাষ্ট্রে। শুক্রবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর বিসিক শিল্পনগরীতে ইজিবাইক ব্যাটারি চার্জার স্টেশন ও ১০ হাজার নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা পল্লী বিদ্যুত সমিতির জিএম রবিউল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহম্মেদ প্রমুখ।
×