ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণদের রক্ষায় উগ্রপন্থা বিস্তার-রোধ কর্মসূচী গ্রহণ করেছে সরকার

যুক্তরাজ্যে দুই হাজার শিশু জঙ্গীবাদে উদ্বুদ্ধ

প্রকাশিত: ০৬:৪২, ২৩ জানুয়ারি ২০১৬

যুক্তরাজ্যে দুই হাজার শিশু জঙ্গীবাদে উদ্বুদ্ধ

যুক্তরাজ্যে প্রায় ২ হাজার শিশু গত কয়েক বছর ধরে জঙ্গীবাদী চেতনায় উদ্বুদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং সরকারের উগ্রপন্থা বিস্তার রোধ কর্মসূচীতে পাঠানো হয়েছে বলে এক মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। খবর পিটিআই অনলাইনের। বিবিসিপ্রাপ্ত ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের (এনপিসিসি) তথ্যে দেখা যায় যে, ইংল্যান্ড ও ওয়েলসে গত চার বছরে ১০ বছর বয়স ও তার চেয়ে কম বয়সের ৪শ’ ১৫ শিশু ও ১১ থেকে ১৫ বছর বয়সের মোট ১ হাজার ৪শ’ ২৪ শিশুকে যুক্তরাজ্য সরকারের উগ্রপন্থা বিস্তাররোধ কর্মসূচী ‘চ্যানেল’-এ পাঠানো হয়েছে। যুক্তরাজ্য সরকারের সার্বিক সন্ত্রাসবিরোধী কৌশলের অংশ হিসেবে এবং তরুণদের দিকনির্দেশনা দেয়ার লক্ষ্যে এ ‘চ্যানেল’ প্রকল্প হাতে নেয়া হয়। এনপিসিসি উল্লেখ করেছে, ২০১২-এর জানুয়ারি থেকে ২০১৫-এর ডিসেম্বরের মধ্যে ১৫ বছর ও তার চেয়ে কম বয়সের মোট ১ হাজার ৮শ’ ৩৯ শিশুকে উগ্রপন্থায় উদ্বুদ্ধ হয়ে পড়ার ঝুঁকিতে দেখা গেছে বলে আশঙ্কা করা হয়েছে এবং এ সংখ্যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাজ্যের নিরাপত্তা বিষয়কমন্ত্রী জন হায়েস বলেছেন, এ উদ্যোগ নেয়া হয়েছে নিরাপত্তার জন্য। এ ব্যবস্থা নেয়া হয়েছে শিশুদের রক্ষার জন্য এবং তাদের সার্বিক সহায়তার জন্য। ন্যাশনাল এ্যাসোসিয়েশনের হেড টিচার্সের (এনএএইচটি) স্যালি বেটস বলেন, কোন কোন সময় তরুণ ও শিশুরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বসে ভিডিওতে শিরñেদের ছবি দেখেছে। এ বিষয়টা বেশ একটা উদ্বেগের সৃষ্টি করে। তিনি বলেন, আমি মনে করি, শিক্ষকরা ঐ শিশুদের চ্যানেল অনুষ্ঠানে পাঠাবেন। ব্রিটেনে গত বছর প্রণয়ন করা নতুন আইন অনুযায়ী। কারাগার জাতীয় স্বাস্থ্যসেবা ও স্থানীয় কর্তৃপক্ষের জন্য একটা আইনগত বাধ্যবাধকতা রয়েছে যে, যারা উগ্রপন্থী হওয়ার ঝুঁকিতে রয়েছে তাদের সম্পর্কে রিপোর্ট করবে।
×