ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রিকন্ডিশন্ড জাপানী গাড়ির প্রদর্শনী শুরু

প্রকাশিত: ০৬:৪১, ২৩ জানুয়ারি ২০১৬

রিকন্ডিশন্ড জাপানী গাড়ির প্রদর্শনী  শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে শুরু হয়েছে জাপানী রিকন্ডিশন্ড গাড়ির প্রদর্শনী বারভিডা কার এক্সপো ২০১৬। প্রদর্শনীতে ৪০টি স্টল রয়েছে। বিভিন্ন ব্যাংক, বীমা, টায়ার, লিজিং কোম্পানি, ব্যাটারি, লুব্রিকেন্ট, সিএনজি কনভারশন, গাড়ির নিরাপত্তা ব্যবস্থাপনা সংস্থা এবং গাড়ির মডিফিকেশন কোম্পানি এ মেলায় অংশগ্রহণ করছে। এছাড়া পরিবেশবান্ধব প্রযুক্তি সম্পর্কে ধারণা এবং সচেতনতা সৃষ্টিতে দর্শনার্থীদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছে এই প্রতিষ্ঠানগুলো। শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রদর্শনী উদ্বোধন করেন। তৃতীয়বারের মতো আয়োজন করা এই প্রদর্শনী চলবে আগামীকাল রবিবার পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, নতুন প্রজন্মের হাইব্রিড রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে নীতি সহায়তা এবং চট্টগ্রাম ও মংলা বন্দরে গুদাম ভাড়া হ্রাসের ক্ষেত্রে ব্যবসায়ীদের যে দাবি রয়েছে তা বিবেচনা করা হবে। গাড়ি আমদানির মাধ্যমে মংলা বন্দরকে লাভবান করার জন্য রিকন্ডিশনড গাড়ি ব্যবসায়ীদের প্রশংসা করে মন্ত্রী বলেন, এই বন্দর সব সময় লোকসানে থাকলেও গাড়ি আমদানিতে এই বন্দর ব্যবহার শুরুর পর ২০১৪ সালে প্রায় ৬০ কোটি টাকা লাভ করেছে।
×