ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ, বাংলাদেশের প্রাথমিক দল

প্রকাশিত: ০৬:৪২, ২২ জানুয়ারি ২০১৬

এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ, বাংলাদেশের প্রাথমিক দল

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন দুই বড় টি২০ টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুইয়ের বিরুদ্ধে চলমান ৪ ম্যাচের টি২০ সিরিজে খেলা ক্রিকেটাররা সবাই আছেন এ স্কোয়াডে। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু হবে আগামী শনিবার থেকেই। খুলনায় শুরু হবে এ ক্যাম্প। প্রায় দুই সপ্তাহের অনুশীলন শেষে দল যাবে চট্টগ্রাম। খুলনায় অনুশীলন চলার সময়েই টি২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে। আইসিসির কাছে চূড়ান্ত দলের তালিকা জমা দেয়ার শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। চট্টগ্রামে হবে জাতীয় দলের পরবর্তী অনুশীলন। প্রাথমিক দল ॥ তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান রুম্মান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী ও মুক্তার আলী।
×