ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান রাজউকের

প্রকাশিত: ০৭:৩৪, ২০ জানুয়ারি ২০১৬

রাজধানীর কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান রাজউকের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার কয়েকটি আবাসিক এলাকায় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ ও ফুটপাথ দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার বেলা ১১টা থেকে দিনের উচ্ছেদ অভিযান শুরু করে রাজউক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার থেকে ধানম-ি, কলাবাগান, লালমাটিয়া, মোহাম্মদপুর, গুলশান, বারিধারা, বনানী, মহাখালী ও উত্তরার বিভিন্ন সেক্টরে ১৪ দিনব্যাপী এই অভিযান শুরু হয়েছে। প্রথম দিনের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়। নিউ মার্কেট এলাকা ॥ এদিকে, ঢাকার নিউমার্কেট এলাকায় ফুটপাথের ওপর থাকা অবৈধ শত শত দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার সকাল ১০টার দিকে ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব আহমেদ। অভিযান শুরুর সময় কিছু হকার নেতা ও তাদের দলবল বাধা দেয়ার চেষ্টা চালায়। পরে আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপে তারা পিছু হটে যায়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান। এ সময় ফুটপাথের ওপর দখল করা চৌকি ও আসবাবপত্র ভাঙচুর করে তা গুঁিড়য়ে দেয়া হয়।
×