ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শন টেইটকে ঘিরে আগ্রহ!

প্রকাশিত: ০৫:৫৬, ২০ জানুয়ারি ২০১৬

শন টেইটকে ঘিরে আগ্রহ!

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ বছর পর অস্ট্রেলিয়া দলে ফিরে আলোচনায় শন টেইট। ঘরের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজে ডাকা হয়েছে এক সময়ের আলোচিত এই পেসারকে। ২২ ফেব্রুয়ারি ৩৪-এ পা রাখতে যাওয়া টেইট ২০১১ বিশ্বকাপে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেন। ঘরোয়া বিগ ব্যাশ লীগে এবার হোবার্ট হারিকেন্সের হয়ে ৮ ম্যাচে ১০ উইকেট নিয়ে পুনরায় অসি নির্বাচকদের নজর কাড়তে সমর্থ হন। ঘোষিত ১৭ সদস্যের দলে নতুন মুখ ফাস্ট বোলার এন্ড্রুু টাই। এছাড়া টি২০ বিশ্বকাপ সামনে রেখে অভিজ্ঞ দুই ক্রিকেটার শেন ওয়াটসন ও নাথান লেয়নকে ফেরানো হয়েছে। স্পিনার লেয়ন টেস্ট-ওয়ানডে খেললেও এবারই প্রথম ছোট্ট ফরমেটের জন্য বিবেচনায় এলেন। তবে আর সব কিছুকে ছাপিয়ে আগ্রহের কেন্দ্রে পাঁচ বছর পর ফেরা টেইট। ৩৪ বছর বয়সে পা রাখা একজন ফাস্ট বোলারের পাঁচ বছর পর দলে নিলে সেটি ঘিরে আগ্রহ তৈরি হওয়া স্বাভাবিক। ২০০৫ সালে টেস্ট দিয়ে এমন সময় আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন, যে সময় পাকিস্তানের শোয়েব আকতারের সঙ্গে গতির ঝড় তোলার দ্বৈরথটা ভালই জমে উঠেছিল তার সতীর্থ ব্রেট লির। মাত্র ৪ ওয়ানডে খেলার অভিজ্ঞতায় ২০০৭ বিশ্বকাপ খেলতে গিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার চতুর্থ শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। গতি বা সামর্থ্য নিয়ে কখনই প্রশ্ন ছিল না। তাকে আসলে পেয়ে বসেছিল বৈরাগ্য! প্রায় দুই বছরের জন্য নিজে থেকেই সরে গিয়েছিলেন। ২০০৯-এ ফিরলেও ২০১১ পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে দৃশ্যপট থেকে হারিয়ে যান। এরপর টি২০ও খেলা হয়নি। মিচেল জনসন অবসরে, ইনজুরিতে মিচেল স্টার্কসহ একাধিক পেসার সংকটের মাঝে তাই বিগ ব্যাশে আলো ছড়িয়ে ফের জাতীয় দলে ডাক পেলেন টেইট।
×