ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নতুন পালসার নিয়ে এলো উত্তরা মোটরস

প্রকাশিত: ০৫:৪৯, ২০ জানুয়ারি ২০১৬

নতুন পালসার নিয়ে এলো উত্তরা মোটরস

অর্থনৈতিক রিপোর্টার ॥ পালসার এএস ১৫০ নামে নতুন মোটরসাইকেল নিয়ে এসেছে উত্তরা মোটরস লিমিটেড। টুইন স্পার্ক ৪ ভালব ডিএসটি-আই এয়ারকুল্ড ইঞ্জিনের এই মোটরবাইক দেশের এক নম্বর স্পোর্টস বাইক বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার এক অনুষ্ঠানে নতুন মডেলের এই পালসার মোটরসাইকেল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উত্তরা মোটরসের পক্ষ থেকে জানানো হয়, পালসার এএস ১৫০ মোটরসাইকেলে রয়েছে আধুনিক উচ্চ ক্ষমতাসম্পন্ন নাইট্রোক্স মনোশক্স, অধিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য সামনে পিছনে প্রশস্ত টিউবলেস টায়ার, নির্ভরযোগ্য ব্রেকিংয়ের জন্য পেটাল ডিক্স ব্রেক, আরামদায়ক স্পোর্টি স্পিলিট সিট ও তীব্র উজ্জ্বল আলোর আবেগীয় প্রজেক্টর হেডল্যাম্প। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, আগে মোটরসাইকেল শৌখিনতার অংশ হিসেবে ব্যবহৃত হতো। এখন এটি আর শৌখিনতা হিসেবে ব্যবহৃত হয় না। মোটরসাইকেল এখন তরুণ সমাজের কর্মসংস্থানের অংশ হিসেবে কাজ করছে। তিনি বলেন, মোটরসাইকেল আমদানিকারকরা অনেকদিন ধরে দাবি করছেন এ খাতে শুল্কের হার অনেক বেশি। বিষয়টি আমরা বিবেচনা করব। শিল্পনীতিতে বিষয়টি আমরা অন্তর্ভুক্ত করব। কারণ আমরা চাই শিল্পের বিকাশ হোক। তবে মনে রাখতে হবে শুধু দেশী ভোক্তাদের কেন্দ্র করে শিল্প গড়ে উঠতে পারে না। দেশের চাহিদা পূরণ করে বিদেশে রফতানির ব্যবস্থাও করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ডুরান্ড মেহদাদুর রহমান, হেড অব বিজনেস প্ল্যানিং নাইমুর রহমান, নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসাইন প্রমুখ।
×