ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৌর নির্বাচন

এবার আগের চেয়ে ভাল মেয়র নির্বাচিত হয়েছে ॥ সুজন

প্রকাশিত: ০৬:৫৩, ১৯ জানুয়ারি ২০১৬

এবার আগের চেয়ে ভাল মেয়র নির্বাচিত হয়েছে ॥ সুজন

স্টাফ রিপোর্টার ॥ পৌর নির্বাচনে নবনির্বাচিত মেয়রদের শিক্ষাগত দিক বিবেচনা করলে আগের চেয়ে ভাল মেয়র নির্বাচিত হয়েছে বলে মনে করছে সুজন। তারা বলছেন, এবারের মেয়রদের মধ্যে ৪০ ভাগের বেশি স্নাতক ও স্নাতকোত্তর। গত পৌর নির্বাচনের তুলনায় এ নির্বাচনে কিছুটা মানোন্নয়ন ঘটেছে। আপাতদৃষ্টিতে ভাল প্রার্থী নির্বাচিত হয়েছে। গুণগত দিক থেকে কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। নবনির্বাচিত মেয়রদের বিরুদ্ধে মামলা থাকলেও অধিকাংশ মেয়রের বার্ষিক আয় ও সম্পদের পরিমাণ ৫ লাখ টাকার কম। তবে অধিক মেয়র ব্যবসায়ী উল্লেখ করা হয়েছে। তবে সুজনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সার্র্বিক বিবেচনায় সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়নি। তারা বলেন, এ পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ বলা দুরূহ। এই নির্বাচনে যেসব নেতিবাচক দিক দৃষ্টিগোচর হয়েছে সেগুলো না শুধরালে ভবিষ্যতে গোটা নির্বাচনী প্রক্রিয়াটিই ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুজনের পক্ষ থেকে ‘কেমন মেয়র পেলাম’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিজয়ী মেয়র প্রার্থীদের তথ্য-উপাত্ত তুলে ধরে বলা হয় ২৩৩ জন নবনির্বাচিত মেয়রের মধ্যে ৯৫ জনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। আওয়ামী লীগের ১৮১ জন মেয়রের মধ্যে এই সংখ্যা ৭৩ জন, বিএনপির ২৪ জন মেয়রের মধ্যে ১৩ জন এবং স্বতন্ত্র ২৭ জন মেয়রের মধ্যে ৮ জন রয়েছে। তবে জাতীয় পার্টি থেকে যিনি মেয়র নির্বাচিত হয়েছেন তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বলে উল্লেখ করা হয়। মেয়রদের পেশা সম্পর্কে বলা হয় ২৩৩ জন মেয়রের মধ্যে ১৮৫ জন ব্যবসায়ী। শতকরা হার হিসেবে ৭৯.৪৮ ভাগ। এর মধ্যে আওয়ামী লীগের ১৪৩ জন বিএনপির ১৯ জন স্বতন্ত্র ২৩ মেয়র ব্যবসায়ী। জাতীয় পার্টির নির্বাচিত মেয়র পেশার কথা উল্লেখ করেননি হলফনামায়। নবনির্বাচিত মেয়রদের মামলা সম্পর্কে বলা হয়েছে ৫৩ জনের বিরুদ্ধে বর্তমানে, ১১৪ জনের বিরুদ্ধে অতীতে এবং ৩৫ জনের বিরুদ্ধে উভয় সময়ে মামলা আছে বা ছিল। এর মধ্যে আওয়ামী লীগের ২৭ জনের বিরুদ্ধে বর্তমানে, ৮৫ জনের বিরুদ্ধে অতীতে ও ১৬ জনে উভয় সময়ে মামলা রয়েছে। বিএনপির ১৬ জনের বিরুদ্ধে বর্তমানে, ১৬ জনের বিরুদ্ধে অতীতে এবং ১১ জনের বিরুদ্ধে উভয় সময়ে মামলা ছিল বা আছে। স্বতন্ত্র ২৭ জন মেয়রের মধ্যে বর্তমানে ১০ জনের বিরুদ্ধে, অতীতে ১৩ জন বিরুদ্ধে এবং ৮ জনের বিরুদ্ধে উভয় সময়ে মামলা রয়েছে।
×